এই প্রশ্নের সম্মুখীন অনেকবার হয়তো হয়েছেন। উত্তরটা কি জানেন?
লোগো কখনোই নিজের মন মর্জি একটা হলেই হয় না। অবশ্যই লোগো হতে হবে কাজকে প্রেজেন্ট করে এমন।
অনেক বেশি কালার হওয়া যাবে না।
background-color কে চিন্তা করে চয়েজ করা যাবেনা। ব্যাকগ্রাউন্ড আর লোগো আলাদা দুইটা অংশ। আগেই ঠিক করতে হবে যে,আমি টাইপোগ্রাফি লোগো নিব নাকি আইকনিক নিব।
চোখের পছন্দে অবশ্যই নিব কিন্তু সেটা যেন যৌক্তিক হয়।
লোগো দেখেই যেন কাজ বোঝা যায় ও একটা প্রশান্তি আসে।
সাদা ও কালো উভয় ব্যাকগ্রাউন্ডে যেন কালারটা ফুটে ওঠে এমন চিন্তাও করা উচিত। সিম্পল ও এলিগেন্ট চিন্তা করা উচিত।
ক্রিয়েটিভ একটা চিন্তা আর সাথে একটা সুন্দর ট্যাগলাইন জনক আজকে প্রেজেন্ট করে এমন।
এককথায় লোগো সর্বদা মিনিংফুল হওয়া উচিত।