আমি ধারাবাহিক ভাবে যে ৭ প্রকার লগো আছে সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের জন্য।আপনাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা।
আজ শেষ হচ্ছে লগো ডিজাইন নিয়ে লেখা।
কম্বিনেশন মার্ক
পৃথিবীর সব কিছুই সাদা কালো নয়। আপনার কেবল এক ধরণের লোগো নির্বাচন করা সুযোগ নেই। এমন পরিস্থিতি হতে পারে যেখানে পূর্বে আলোচিত কয়েক রকম লোগোর মিশ্রণ করা প্রয়োজন হতে পারে। এই ধরণের লোগোকে কম্বিনেশন মার্ক বলা হয়।
কম্বিনেশন মার্ক লোগো কখন ব্যবহার করা উচিত:
আপনার কোম্পানি যদি বহুমুখী, অদ্বিতীয় হয়ে থাকে তবে এই ধরণের লোগো নির্বাচন করতে পারেন।
কম্বিনেশন মার্ক লোগো কখন ব্যবহার করা উচিত নয়:
মিনিমাল এবং সহজ সরল ডিজাইনের উদ্দেশ্য থাকলে এই ধরণের লোগো পরিহার করা উচিত।
শেষ কথা-
লোগো ডিজাইনের বাঁধা-ধরা কোন নিয়ম নেই। তবে উপরে উল্লেখিত নিয়ম আপনাকে সঠিক লোগো নির্বাচন করতে সহায়তা করবে।
লগো কোথায় আর কি কাজে ব্যাবহার করতে পারবেন?
আমরা যারা উদ্যোক্তা হতে চাই তাদের জন্য যে কয়টা বিষয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত সেই বিষয় গুলির মধ্যে লগো একটি।
লোগো আপনার ওয়েবসাইট, ব্যানার, বিলবোর্ড, লিফলেট, ফ্লায়ার, বিজনেস কার্ড সহ আরও অনেক জায়গায় ব্যবহার করা প্রয়োজন হবে।
তাই লোগো ডিজাইনের ক্ষেত্রে এসব বিষয় মাথায় রাখা জরুরি।এবং লোগো ডিজাইনের জন্য একটা ভালো ডিজাইনার খুঁজে তার নিকট কাজ করানো উচিত।
ফ্রী বা সল্প টাকার ডিজাইন করালে একসময় পস্তাবেন।কিন্তু একবার ব্যাবসা শুরু হয়ে গেলে তখন আর বিপদের কুল থাকবে না।