ডি এস বি তে আসার পর থেকে যেটা জেনেছি বা বুঝেছি সেটা হলো এটা মুলত শেখার গ্রুপ এবং পড়ার গ্রুপ।
ইদানিং অনেকেই ইনবক্সে লোগো,ডোমেইন,ই-কমার্স ,এফ-কমার্স এইগুলি নিয়ে তাই এখন থেকে দিনে একটা করে এই কন্টেন্ট এগুলির উপরে কন্টেন্ট লিখবো ইনশাআল্লাহ।
প্রতিটি মানুষের সুন্দর সুন্দর পোষ্ট দেখে এত কিছু জানতে পারছি ও শিখতে পারছি তাই ভাবি আমারও উচিত কিছু শেয়ার করা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। আমি আজকে আলোচনা করবো লগো নিয়ে।
লগো কি?
লোগো একটি শব্দ বা ইমেজের মাধ্যমে এক সাথে অনেক কিছুর বহিপ্রকাশ।
এটি একটি দেশ, প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যাক্তিত্ব সহ অনেক কিছু প্রকাশ করে। তাইতো এখন সবাই লোগো ব্যবহার করে থাকে।
“যে সিম্বল দেখলে চোখের সামনে কোম্পানির চেহারা ভেসে ওঠে সেটিই সার্থক একটি লোগো।”
একজন সাধারণ মানুষের চোখে লোগো মানে কোম্পানি বা প্রোডাক্ট। লোগোর ওপর ভিত্তি করে একটি ব্র্যান্ড দাঁড়িয়ে যায়। এবং একজন ডিজাইনারের কাছে লোগো মানে ক্লায়েন্টের ভাবাদর্শ একটি গ্রাফিক দিয়ে প্রকাশ করা।
বর্তমানে জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ই-কমার্স ও এফ-কমার্স, আর এখানে ক্লায়েন্ট কে আকর্ষন করতে গেলে আপনাকে অবশ্যই স্পেশাল ও ক্রিয়েটিভ কিছু করতে হবে। এখন প্রায় সবার ই রয়েছে নিজস্ব ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট । যেটির জন্যে লোগো প্রয়োজন হয়। কোম্পানির সেবা প্রকাশের জন্যও এটি অপরিহার্য হয়ে গেছে। লোগো দেখতে অনেক সিম্পল মনে হলেও ডিজাইন করার সময় অনেক দিকে লক্ষ্য রাখতে হয়।
আজ এই পর্যন্তই।
আগামী পোষ্টে লিখবো লগো তৈরির আগে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে।