আমরা সকলেই অনলাইন প্লাটফর্মে সেটেল হতে এবং জানার জন্য আগ্রহ পোষণ করি বলেই আমাদের এই গ্রুপে বিচরন এবং সারা দিনে পড়ালেখা।
আর এজন্য আমাদের যে জিনিস দুইটি সব চেয়ে বেশি লাগে সেটি হলো ল্যাপটপ এবং মোবাইল।
আজকের আলোচনা শুরু করছি ল্যাপটপ নিয়ে।
একসময় ল্যাপটপ বিলাসিতার পণ্য হলেও বর্তমানে ল্যাপটপ দৈন্দদিন ব্যবহার্য জিনিসে পরিণত হয়েছে। বর্তমানে বাজারে বিভিন্ন মানের ও কনফিগারেশনের ল্যাপটপ রয়েছে। বহন করার সুবিধা, নানা ধরনের ফিচার, উন্নত প্রযুক্তি ইত্যাদি কারণে ল্যাপটপ এখন অনেক জনপ্রিয়।
বর্তমানে অনেকেই ডেস্কটপ পিসির চাইতে ল্যাপটপের দিকেই বেশি ঝুঁকছে। এর পিছনে বেশ কিছু কারণও রয়েছে। তবে ল্যাপটপ কিনতে গিয়ে অনেকেই অনেক বিড়ম্বনার স্বীকার হোন বা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন।
ল্যাপটপ সম্পর্কে আজকে শুধু মেইন পয়েন্ট গুলি জানাচ্ছিঃ
১. ব্রান্ড
২. সাইজ
৩. ডিসপ্লে কোয়ালিটি
৪. সিপিইউ বা প্রসেসর
৫. জেনারেশন বা প্রজন্ম
৬. গ্রাফিক্স
৭. র্যাম
৮. হার্ডড্রাইভ
৯. ব্যাটারি
১০. কিবোর্ড
১১. পোর্ট
১২. ওয়্যারলেস কানেকশন