ল্যাপটপ কেনার আগে যে বিষয় গুলি জানা জরুরি 2

১. ব্রান্ড

 

বর্তমানে বাজারে বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপ রয়েছে। যেমন আসুস, ডেল, এইচপি, এসার, লেনোভো ইত্যাদি।
আপনি যদি ভালো ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান তাহলে কিনতে পারেন আসুস অথবা ডেল।
ল্যাপটপ জগতে এই ব্র্যান্ড দুটি অত্যন্ত ভালো।
আপনি চাইলে এইচপিও নিতে পারেন, তবে এইচপির পারফর্মেন্স এখন আগের মতো নেই, তবুও ভালোই। এছাড়া মোটামোটি মানের ব্র্যান্ডের ল্যাপটপ নিতে চাইলে নিতে পারেন লেনেভো কিংবা এসার।
এই দুটো ব্র্যান্ডের পারফর্মেন্স খুবই ভালো। এই ল্যাপটপগুলোর প্রাইজ নির্ভর করবে আপনার কনফিগারেশনের উপর।
কম্পিউটার সম্পর্কে যেকোন তথ্য পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *