সিপিইউ বা প্রসেসর
প্রসসর হলো কম্পিউটারের ব্রেইন। তাই ল্যাপটপ কেনার সময় কোন প্রসেসরটি নিবেন এদিকে খেয়াল রাখা দরকার।
আপনার ল্যাপটপের পারফরম্যান্স এটার উপরই নির্ভর করবে।
বর্তমানে বাজারে দুই ধরণের প্রসেসর পাওয়া যায়। ইন্টেল ও এএমডি। প্রযুক্তিগত দিক থেকে এএমডি বর্তমানে ইন্টেলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে।
বর্তমানে বাজেট সেগমেন্টে ইন্টেলের পাশাপাশি এএমডিও বেশ ভালো মানের প্রসেসর অফার করছে।
আপনি চাইলে এএমডি বা ইন্টেলের যেকোনো একটি প্রসেসর সিলেক্ট করতে পারেন।
ইন্টেলঃ বাজারে এখন ইন্টেলের কোর আই সিরিজের প্রসেসরগুলো শীর্ষে অবস্থান করছে। বর্তমানে কোর আই ৯
১০ম জেনারেশনের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। তবে এর দাম আকাশ ছোঁয়া।
আপনার বাজেট যদি উচ্চতর হয় তাহলে কোর আই ৯ বা কোর আই ৭ নিতে পারেন। সাধারণত কোর আই ৯,
কোর আই ৭ প্রেসেসর সম্বলিত ল্যাপটপগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে।
মিড রেঞ্জে ল্যাপটপ কিনতে চাইলে কোর আই ৫ প্রেসেসর সম্বলিত ল্যাপটপগুলো কিনতে পারেন।
আর বাজেট লো হলে কোর আই ৩ প্রসেসরের ল্যাপটপগুলো নিতে পারেন। তবে কোর আই ৩ প্রসেসরের নিচে কোনো
প্রসেসর না নেওয়ার চেষ্টা করাই ভালো।
এএমডিঃ ইন্টেলের পাশাপাশি বর্তমান বাজারে এএমডির রাইজেন সিরিজের প্রসেসর সম্বলিত ল্যাপটপগুলোও বেশ জনপ্রিয়। আপনার বাজেট হাই হলে রাইজেন ৯ বা ৭ প্রসেসর, মিডিয়াম হলে রাইজেন ৫ প্রসেসর,
আর লো বাজেটে রইজেন ৩ প্রসেসর সম্বলিত ল্যাপটপগুলো নিতে পারেন।