জেনারেশন এর বাংলা অর্থ হলো প্রজন্ম। জেনারেশন দ্বারা সাধরণত ল্যাপটপটি কোন প্রজন্মের তা বুঝানো হয়।
নতুন জেনারেশন মানেই আরো বেশি পারফরম্যান্স, নতুন সব ফিচারস। ল্যাপটপ কেনার সময়
ল্যাপটপটি কোন জেনারেশনের সেদিকে লক্ষ্য রাখা উচিত। কেননা জেনারেশনের উপর অনেক কিছুই নির্ভর করে।
বাজারে ইন্টেলের ক্ষেত্রে ৫ম জেনারেশন থেকে শুরু করে ১০ম জেনারেশনের ল্যাপটপ পাওয়া যায়। এএমডির ক্ষেত্রে ৪র্থ জেনারেশন হলো তাদের লেটেস্ট রিলিজ, যাকে ৪০০০ সিরিজও বলা হয়ে থাকে।
এএমডির ৪র্থ জেনারেশনের ল্যাপটপ ইন্টেলের ১০ম জেনারেশনের ল্যাপটপের চেয়ে পারফরম্যান্সের দিক
দিয়ে অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে। এর পিছনে প্রধান কারণ হলো এএমডির উন্নত প্রসেসর আর্কিটেকচার।
ল্যাপটপ কেনার ক্ষেত্রে লেটেস্ট জেনারেশনের ল্যাপটপগুলো কেনার চেষ্টা করতে হবে। যদি কোন কারণে লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ নেয়া সম্ভব না হয় তাহলে একধাপ নিচের জেনারেশনের ল্যাপটপ নিতে হবে।