ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলি জানা জরুরি 7

র‌্যামঃ

ল্যাপটপ কেনার সময় র‌্যামের দিকেও লক্ষ্য রাখা উচিত। যদি আপনি ল্যাপটপে স্মুথ পারফরম্যান্স পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ৪ জিবি অথবা তার থেকে বেশি র‌্যামের ল্যাপটপ কিনতে হবে।

আর যদি আপনি ল্যাপটপে গেমিং বা ভিডিও এডিটং এর মতো কাজগুলো করার চিন্তা করেন তাহলে আপনার ৮ জিবি

বা ১৬ জিবি র‌্যামের প্রয়োজন পরবে। র‌্যামের ক্ষেত্রে ডিডিআর (Double Data Rate)
এবং বাস স্পিড এর দিকে খেয়াল রাখতে হবে।
র‌্যামের ক্ষেত্রে ডিডিআর৪ হলো লেটেস্ট প্রযুক্তি। তাই ডিডিআর৪ র‌্যাম সস্বলিত ল্যাপটপ কিনতে হবে।
আর বাস স্পিডের কথা বলতে গেলে যত বেশি বাস স্পিডের র‌্যাম ততো বেশি পারফরম্যান্স।

হার্ডড্রাইভ/ হার্ড ডিক্সঃ

ল্যাপটপের হার্ডড্রাইভ বেশি দেখে কেনা উচিত যেন পরবর্তী সময়ে প্রয়োজনীয় ফাইল সংরক্ষণের জন্য স্পেসের
অভাবে ভুগতে না হয়। চেষ্টা করবেন ২ টেরাবাইটের হার্ডড্রাইভ নিতে।

যদি তা নিতে না পারেন তাহলে কমপক্ষে ১ টেরাবাইটের হার্ডড্রাইভ নিবেন।

প্রচলিত হার্ডডিস্ক সময়ের সাথে স্লো হয়ে যায়। আপনি যদি বাজেট একটু বৃদ্ধি করতে পারেন,

তাহলে হার্ডডিস্কের বদলে এসএসডি স্টোরেজ নিতে পারেন। ভালো পারফরম্যান্সের জন্য অবশ্যই ল্যাপটপে এসএসডি স্টোরেজ থাকাটা জরুরি।

এইচডিডি ড্রাইভের ক্ষেত্রে বাজারে ৫২০০ আরপিএম এবং ৭২০০ আরপিএম (Revolution per minute) স্পিডের ড্রাইভ পাওয়া যায়। ল্যাপটপের ভালো স্পীডের জন্য ৭২০০ আরপিএম অপরিহার্য।

তবে যারা নরমাল কাজের জন্য ল্যাপটপ নিতে চান তাদের ৫২০০ আরপিএমের হার্ডড্রাইভ হলেও চলবে।
আরো বেটার হয় যদি আপনি ২৫৬ জিবি এস এস ডি এর ল্যাপটপ নিয়ে সাথে একটা এক্সট্রার্নাল/পোর্টেবল হার্ড ডিক্স বা হার্ড ড্রাইভ নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *