তিনি শেখান *শৃঙ্খলা*, *সহনশীলতা*, *মানবিকতা* আর *সঠিক পথে হাঁটার সাহস।*
Md Shouvikur Rahman স্যার আপনি আমার
কাছে সেই আদর্শ শিক্ষক,
আপনাকে আমি চিনিই শিক্ষক হিসেবেই ৫ বছর আগে,
আপনার লিখা প্রথম যেই দিন পড়ি,
শেষে আপনার পরিচয় টা দেখেই মনে হয়েছিলো
আপনি শিক্ষক হওয়ারই যোগ্য।
তারপর থেকে আপনার লিখা সব সময় পড়ি
নিজের জন্যই, শিখার জন্যই,
কারন আপনার থেকে শিখেছি একাডেমিক শিক্ষার বাইরেও যে শিক্ষা আছে,।
আপনি শিখিয়েছেন,
A -for Apple নয়, A – for Asset,
B – for ball নয়, B – for business,
আমাদের ছোট বেলার গল্পের ছলে শিক্ষা,
আর বাস্তব জীবনের শিক্ষা এক নয়।
আমি অনেক কিছু জানি না, তবে যতটুকু জেনেছি
এবং শিখেছি আপনার থেকেই।
আপনি আপনার কলেজে যেমন আদর্শ এবং প্রিয় শিক্ষক ছিলেন,
আপনি আমাদের কাছেও তেমন ই আদর্শবান
ব্যাক্তিত্ববান, শ্রদ্ধার আর সম্মানের।
আপনার জন্য সব সময় দোয়া আল্লাহপাক আপনাকে নেক হায়াত দান করুক,সুস্থতা দান করুক, বরকতে রাখুক সব সময়।