শুধু স্বপ্ন দেখলে আর লক্ষ্য স্থির করলেই হবেনা, কাজটাও তো ঠিকঠাক করতে হবে

মাসে আমরা মিনিমাম ১২০-১৫০ জন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীদের সাথে কনসাল্টেন্সি করে থাকি।এরমধ্যে প্রপার ওয়েতে কাজটা শুরু করে ২০-৩০ জনের মত। এই Step-1 পার করে Step-2 তে আসতে পারে ৮-১০ জনের মত।
যদি এভাবেও হিসাব টা ধরা হয় তাহলেও বছর শেষে ১০০-১২০ জন উদ্যোক্তা / ব্যবসায়ী কিন্তু সেটেল হয়ে যাবার কথা।অথচ,বছরের শেষে দেখা যায় এই তালিকার অর্ধেকের বেশি মানুষ কাজ থেকে দূরে চলে গেছে।
‼️ এর কারন কি?
আমাদের সার্ভে বলছে এর কারন অনেকগুলি তবে মেজর কারন হলো- “দুরদর্শিতা ও প্রপার স্বপ্ন দেখার অভাব।”
▶️ এছাড়াও যে কারনগুলি আছে-
১. বিজনেস না বোঝা।
২. লক্ষ্য স্থির করলেই সেটাকে এচিভ করার জন্য সঠিক স্টেপ না নেওয়া।
৩. বিজনেস সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা এবং সেই জ্ঞনা অর্জনের চেষ্টা না করা।
৪. রেগুলারিটি না থাকা।
৫. মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কোন জ্ঞান না থাকা।
৬. ইমার্জেন্সি কোন ফান্ড না থাকা।
৭. পিউর ডেডিকেশনের অভাব।
৮. স্বপ্নটাকে ছুঁয়ে দেখার আগ্রহ না থাকা।
৯. নিজের সিধান্ত নিজে না নিতে পারা।
১০. উদ্যোক্তা হবার বেসিক গুনগুলি না থাকা।
প্রচন্ড আগ্রহ নিয়ে কাজ শুরু করে ধুপ হয়ে নিভে যাওয়ার কারন হলো- আপনার ধৈর্য্য কম আর আপনার ফোকাস ঠিক না থাকা।
আপনি যদি মোটিভেটেড হয়ে কাজে আসেন তাহলে টিকে থাকার চান্স দিনে দিনে কমে যাবে আর যদি নিয়মিত থাকার চেষ্টা নিয়ে কাজে নামেন,তাহলে আপনার দিন দিন উন্নতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *