আমাদের সবার জীবনের একটা মুল উদ্দেশ্য হলো- টাকা উপার্জন করা,কিন্তু আমরা এটা মানতেই নারাজ যে,টাকা উপার্জন করতে গেলে সবার আগে দক্ষতা অর্জন করতে হবে।
আপনি যখন কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন তখন আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবেনা। আমরা নিজেদের স্কিল বৃদ্ধিতে প্রতিদিন কি কাজ করি নোট করুন তো।
সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কেউ তার জীবনের মোটো টাই চেঞ্জ করে ফেলেছে আর আমরা ঠিক কত সময় অকারনে রিলস দেখে, গল্প পড়ে কাটিয়ে দিচ্ছি?
নিজের মধ্যে চেঞ্জ আনতে হলে- সবার আগে আজাইরা পেজ গুলিকে আনলাইক করুন আর গ্রুপ গুলি থেকে নিজেকে সরিয়ে ফেলুন।
যেখানে থাকলে দিনের ১% উন্নতিও হয়,সেখানে থাকুন।অন্যথায় লিভ নিন।