সফল হওয়ার জন্য শুধু লক্ষ্য বা ইচ্ছা থাকাই যথেষ্ঠ নয়। সেই লক্ষ্য পূরণের জন্য যথাযথ পরিকল্পনা থাকতে হবে। এন্টনি ডি সেইন্ট এর খুব বিখ্যাত একটি উক্তি হল, “পরিকল্পনা ছাড়া লক্ষ্য দিবা স্বপ্নের চেয়ে বেশি কিছু নয়”।
আপনার পরিকল্পনা নির্ভুল হওয়ার দরকার নেই। এমনও কোনও নিশ্চয়তা নেই যে, আপনি যেভাবে পরিকল্পনা করেছেন সেভাবেই সবকিছু হবে। কিন্তু লক্ষ্যের জন্য পরিকল্পনা থাকলে আপনার হাতে একটি রোডম্যাপ থাকবে। এটা আপনাকে সত্যিকার কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। প্রতিদিন সকালে উঠে আপনি জানবেন আপনাকে কি করতে হবে।
পরিকল্পনা অনুযায়ী কাজ করতে করতে যদি কোনও ভুল হয় – তবে সব সময়েই আপনি তা পরিবর্তন করতে পারবেন। আর যদি কোনও পরিকল্পনাই না থাকে, তবে কিছুই না করে হাত পা গুটিয়ে বসে থাকবেন। যার ফলাফল অনিবার্য ব্যর্থতা।