আমাদের বেশিরভাগ মানুষই এটা চিন্তা করে না কিভাবে শিখতে হবে। সাধারণত আমরা মনে করি আমরা এমনিই সব শিখতে পারব। সাধারণত আমরা অন্যের কথা শুনি এবং তার বক্তব্যকে ধারণ করার চেষ্টা করি, কিন্তু তাই সব না। আসলে বয়সের সাথে সাথে প্রকৃত শিক্ষা পেতে হলে অনেক কাজের প্রয়োজন হয়।
বিভিন্ন বিষয়, তথ্য ও অভিজ্ঞতা নিয়ে যত বেশি চিন্তা করা হয়, ততই আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। তাছাড়া, একেক জন একেকটি বিষয় নিয়ে একেকভাবে ভাবতে পারে, সেগুলো থেকে যে ধারণার তৈরি হয় তা উল্টো ফলও ঘটাতে পারে। তবে যে যত বেশিই জানুক না কেন, মুক্তমনে চিন্তা করাতে পারাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় ।
শেখার প্রয়োজনীয়তা কখনো শেষ হয় না। কেননা স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য সবসময় শেখার চেষ্টা করতে হয়। পৃথিবী প্রতিদিন পরিবর্তন হচ্ছে, আর সেই সাথে তৈরি হচ্ছে নতুন নতুন ধারণার। সেগুলোকে নিজের জীবনের সাথে মানিয়ে নিলেই তা প্রাসঙ্গিক হতে পারে। এখানে কতগুলো নিয়ম রয়েছে যেগুলো যে কোন বয়সের মানুষকে আরও বেশি চৌকস এবং দক্ষ করে তুলে।
বিস্তারিত অংশ পরের পর্বে দিব ইনশাআল্লাহ।