আমরা অনেকেই জানিনা এই একটা ব্যাপার,একটু ভেবে দেখি চলেন-
1 থেকে 999 পর্যন্ত ইংরেজিতে বানান লিখতে গিয়ে “A” বর্ণটি কোথাও নেই। কিন্তু দেখুন ইংরেজি বর্ণমালার প্রথম লেটার হলো “A”
“A” বর্ণটি প্রথম ব্যবহার করা হয় Thousand বানান লেখার সময়। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে 999 পর্যন্ত!
এদিকে আমরা জানি যে-
সফলতার জন্য মাত্র দুটি পন্থায় সফল হওয়া যাবে বলে জ্ঞানীজনেরা বলেছেন, তার একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা।
এই কাজটি আমরা অনেকেই করে থাকি এবং সেটির জন্য আমাদের কত আনন্দ এবং স্বপ্ন।আমরা ভেবেই নিই যে একটা লক্ষ্য নির্ধারণ করেছি এবং সেটি খুব দ্রুত গেইন ও করে ফেলবো।
কিন্ত্রু খুব দ্রুত এটা ভুলে যায় যে-
দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। এই কাজ কতটা সময় করলে সফলতা সবে সেটা জানিনা,আবার কতবার করলে সফল হতে পারবো সেটাও জানি না। এমনও হতে পারে-999 বার করার পরে আপনি সফল হবেন।
অথচ আমাদের মাঝে নিয়মিত পড়ার অভ্যাসটাই রপ্ত হয়না,একটু ধৈর্য নিয়ে নিয়মিত বড় পোষ্ট গুলিই পড়তে অনিহা।
আসুন আমরা ২য় ধাপে জ্বোর দিই,এবং এগিয়ে যায় নিজের স্বপ্নের দিকে।