যেকোন পর্যায়েই সফলতা পেতে গেলে আমাদেরকে একটা নিদ্দৃষ্ট ডিজাইন করতে হয় ঐ লক্ষ্যে পৌছানোর জন্য এবং একটানা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়।
শুরুতে হয়তো এই প্রসেস মেনে কাজ করার পরিবর্তন টা আপনার মধ্যে দেখতে পারবেন না।তবে,আপনি যদি নিয়মিত লেগে থাকেন,তাহলে ৩/৬/৯/১২ মাস পরে অবশ্যই ফল পেতে শুরু করবেন।
চাইলাম আর হয়ে গেলো ব্যাপার টা শুধু আমাদের মধ্যেই আছে,অন্যদেশগুলিতে সেভাবে চোখে পড়েনা।
পরিকল্পনা বিহীন কাজ করে হঠাৎ করে কিছু করে ফেলা যায় তবে সেটা টিকে থাকেনা।