সফলতা কত দূরে সেটা কেউ জানেনা,সবচেয়ে ভালো কাজটি, সবচেয়ে খারাপ সময়েও হতে পারে (শেষ পর্ব)

আপনি কখনও বলতে পারবেন না, কোন দিনটিতে আপনি আপনার সেরা পারফর্মেন্সটি দিতে পারবেন। আপনি যখন অভ্যাসের বশে প্রতিদিন একটি কাজ করার মানসিকতা বানিয়ে ফেলতে পারবেন। এবং যা-ই ঘটুক এবং কাজ যেমনই হোক – এই সব ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলে কাজটি করতে থাকবেন – তখনই আপনার সৃষ্টিশীলতা সবচেয়ে সেরা পর্যায়ে চলে যাবে। অভ্যাস ও দক্ষতাটি আপনার নিজের একটি অংশ হয়ে যাবে। আর এমনটি হলে, এমনকি যে দিনটিতে আপনার কাজ করতে ইচ্ছে করবে না, সেই দিনটিতেও আপনার সেরা কাজটি বের হয়ে আসতে পারে।
সব সময়ে খুব বেশি সিরিয়াস হয়ে কাজ করলে আপনার মাঝ থেকে সৃষ্টিশীলতা নেই হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে শুধুমাত্র অভ্যাসের বশে কাজ করুন। যদি মনেহয় আজ কাজ করলে কাজ ভাল হবে না, তবুও কাজ করুন। দেখা যাবে, হয়তো এই ‘খারাপ’ দিনটিতেই আপনার জীবনের সেরা কাজটি বের হয়ে এসেছে। আগের পয়েন্টের কথাটি আরও একবার বলছি: কাজের থেকেও কাজের অভ্যাসটি বেশি জরুরী।
পৃথিবীতে সাহিত্যিক, পদার্থবিদ, রসায়নবিদ, চিকি‌ৎসাবিজ্ঞানী, অর্থনীতিবিদের কোনও অভাব নেই। আর এগুলো হতে গেলে নূন্যতম একটি পর্যায়ের জ্ঞান, প্রতিভা ও পড়াশুনার প্রয়োজন হয়। সাধারন বা গড়পড়তা মানুষ এগুলো হতে পারে না। কিন্তু এঁদের মধ্যে থেকেও সবাই কিন্তু নোবেল পুরুস্কার পায় না। অসাধারন অর্জনের জন্য একটু বাড়তি চেষ্টা, একটু বাড়তি মনযোগের প্রয়োজন হয়। একজন নোবেল বিজয়ী গবেষকের সহকর্মীরা যখন বেড়াতে যান বা অন্য কোনও ভাবে সময় কাটান, তখন সেই গবেষকটি তখনও তাঁর ল্যাবে বা লাইব্রেরিতে সময় কাটান। হয়তোবা তাঁরও ইচ্ছে করে সহকর্মীদের মতো একটু বিলাসী সময় কাটাতে, কিন্তু তাঁর লক্ষ্যের প্রতি টান তাঁকে কাজে ধরে রাখে। এই একটু বাড়তি চেষ্টা, মন না চাইলেও কাজ করার প্রয়াসই Good কে Great এ পরিনত করে।
হ্যাঁ এই কাজটি মোটেও সহজ নয়। নিজের মানসিক শক্তি, এবং কখনও কখনও শারীরিক শক্তির চরম পরীক্ষা দিতে হয় এই ক্ষেত্রে – কিন্তু দিনশেষে এটাই আপনাকে অন্যদের থেকে অনেক বেশি উচ্চতায় নিয়ে যাবে।
যেই দিনটিতে আপনি সবচেয়ে বেশি কষ্ট করবেন, বুঝে নেবেন, সেইদিনটিতে আপনি আপনার নিজেকে ছাড়িয়ে গেলেন। অসাধারন সাফল্য সাধারন মানুষের কর্মসীমার ঠিক অপর পাশেই অপেক্ষা করে। সাধারন মানুষ যেখানে থেমে যায়, অসাধারনের যাত্রা সেখান থেকে কেবল শুরু হয়। এভাবে কাজ করলে প্রতিবার আপনি নিজের সীমাবদ্ধতাকে একটু একটু করে ছাড়িয়ে যাবেন। অনিচ্ছা সত্ত্বেও নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্য কাজ করে যাওয়া আপনাকে একজন সাধারন মানুষের থেকে অসাধারন মানুষে পরিনত করবে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *