সফল উদ্যোক্তা হওয়ার উপায় পর্ব-০১

 
হঠাত করেই আকাশে মেঘের গর্জন উঠেছে কিন্তু রাত ১১ টায় বাসাইয় নিজের বেলকনিতে বসে সিলভী সোলায়মান এর সেদিকে কোন দৃষ্টিপাত নাই।
অধরা অরিন – ফোন দিয়ে বললো ম্যাসেঞ্জার রুমে আয় তো।
সিলভি- কেন রে?
মিতু- এসেই দেখ।
Sumi Akter – হাই জানালো সিলভিকে।
সিলভি- কিরে তোরা এখানে কেন এই রাতে?
Jiasmin Akter – আরে সবাই বেশ ঝামেলায় আছি তাই।
Rupa Dorothy – কিন্তু আমরা সব গুলা ই নতুন এসেছি এই উদ্যোক্তা লাইফে।
Sakhrin Sumi আপু- আমরা বসে তো কোন সমাধান হবে না।
Nadira Riya – কেন হবে না?
Atif Afreen – আমরা সিনিয়র দের ডাকতে পারি।
Nadira Rahman Dipu – আচ্ছা তাহলে আপু দের এড করা যায়।
সবাই নিজেদের মত করে এড করলো একে একে Ferdousi Akhter Abida Khan Shompa Shormili Chowdhury Adhora Shamima Sultana S Naher Shohely Shanzida Afrin Kanta Tasnem Binte Mahbub Sanchita Basak Afsana Deepa Nihar Parvin Nipa Sayedatunnesa Nipa আপু সহ অনেক কেই।
সবাই জয়েন করার পরে হঠাত Nahida Akter আপু বললেন যে সৌভিক ভাই কে এড করুন একটু কাজ সহজ হয়ে যাবে।
সৌভিক জয়েন করেই সবাই কে সালাম জানিয়ে প্রশ্ন করলো-
সৌভিক- কি ব্যাপার আজ সবাই এখানে যে?
Mymuna Rose আপু- আরে ভাই এরা আমাদের ডেকেছে একটা সমস্যা নিয়ে। আমরা আবার আপনাকে ডেকে নিলাম।
সৌভিক- আচ্ছা বলো তাহলে কারন কি?
‼️একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি দিকে খেয়াল রাখতে হবে?
সৌভিক- এইটা তো আসলে আমি ও বলতে পারবো না। কারন আমি অ এখনো সফল হয়তো না।
তবে বই পড়ে আর সফল দের দেখে যা জেনেছি সেটা সবাই মিলে শেয়ার করলে হয়তো বের হয়ে যাবে কি করতে হবে।
🟥 একজন সত্যিকার সফল উদ্যোক্তা তাঁর ব্যবসার উন্নয়নের পাশাপাশি নিজেকেও সব সময়ে উন্নত করার চেষ্টা করেন। সফল উদ্যোক্তা হওয়ার উপায় হিসেবে এর কোনও বিকল্প নেই।🟥
সফল উদ্যোক্তা হতে পারা অবশ্যই দারুন,” কিন্তু সেই পথে চ্যালেঞ্জও কম নয়।”আর এই চ্যালেঞ্জ জয় করতে সব সময়ে নিজেকে উন্নত করার বিকল্প নেই । বেশিরভাগ সফল উদ্যোক্তা খুবই উ‌ৎসাহী ও আশাবাদী ধরনের মানুষ। সেই সাথে তাঁরা জানেন যে, ব্যবসার উন্নতি ঘটানোর পাশাপাশি নিজের “দক্ষতা ও জ্ঞানের উন্নতি করা কতটা দরকার।”
পৃথিবীর সেরা উদ্যোক্তাদের দিকে তাকালে দেখা যায়,তাঁরা সব সময়েই নিজেদের আপগ্রেড করার জন্য নতুন নতুন জ্ঞান ও দক্ষতা শেখার চেষ্টা করেন। প্রতিযোগীতায় টিঁকে থাকতে এবং ব্যবসাকে এগিয়ে নেয়ার এটাই সেরা উপায়। শুধু ব্যবসার পেছনে বিনিয়োগ করার বদলে যিনি ব্যবসাটি চালাচ্ছেন, তাঁর পেছনেও বিনিয়োগের দরকার আছে। উদ্যোক্তা নিজে যত উন্নত হবেন, তাঁর ব্যবসাও তত উন্নত হবে।
আমি বরং আজকের আলোচনায় সবাই কে একটা করে পয়েন্ট বলতে বলি?
Chow Norin আপু – তাই হোক।
সুমাইয়া শারমিন – মাস্টার হতে হবে**
Kanij Fatema – একটি বিষয়ে মাস্টার হলেও, জানতে হবে সবকিছুই**
Arifa Sultana – “হাতের মত করে” টিম গড়তে ও ম্যানেজ করতে শিখুন**
Atia Sultana – যোগাযোগ দক্ষতা**
Shetu Podder দিদি- নিজের সমালোচনা করতে শিখুন**
Jannatul Ferdous Jannatul Ferdous আপু- বড় ভাবনা ভাবুন ও তা বিশ্বাস করুন**
Zahra Hasina Parveen – ব্যবসায়ের মূল বিষয় গুলো সম্পর্কে জানুন
সৌভিক- “গায়ে কাঁদা মাখতে শিখুন”।
আলোচনা অনেক দীর্ঘায়িত হবে এই গুলি ব্যাখ্যা করলে।
তাই আমার মনে হয় আবার অন্য সময়ে এই গুলি নিয়ে আলোচনা করি। সবাই একত্রে বললো আচ্ছা তাহলে খুব দ্রুতই আমরা বসবো ইনশাআল্লাহ।
শুভ কামনা সবার জন্য।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *