উদ্যোক্তা হিসাবে সফল হতে চান সবাই, সফল হওয়ার মূলমন্ত্র পেতে হলে আপনাকে সত্যিকার সফল উদ্যোক্তাদের কাছেই যেতে হবে। একাডেমিকরা হয়তো আপনাকে থিওরি বলতে পারবেন, হিসাব দেখাতে পারবেন। কিন্তু সত্যিকার জীবনে যাঁরা সফল উদ্যোক্তা হয়েছেন – তাঁরাই শুধু সফল উদ্যোক্তা হওয়ার সত্যিকার মূলমন্ত্র খুঁজে পেয়েছেন। একাডেমিক বা ইন্সটিটিউশনাল জ্ঞান গুলোকে বাস্তব জীবনে সত্যিকার কাজে লাগানোর জন্য আপনাকে সত্যিকার সফল উদ্যোক্তাদের কাছেই যেতে হবে।
বেশ কিছু বই থেকে সাহায্য নিয়ে মুলত আজকের এই লেখাটি, আমার নিজের জন্য আমি এইগুলি কাজে লাগাবো আজ থেকেই, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। শিক্ষা শেয়ার করলে কমে না, বরং বেড়েই যায়।
ঘন্টার বদলে মিনিট হিসাব করে কাজ করা শুরু করুন।
এক সময়ে শুধু একটি কাজেই মনোযোগ দিন
ক্যালেন্ডার ধরে কাজ করুন
ঢিলেমি বন্ধ করার জন্য ঢিলেমির ফলাফল আগে ভাবুন
ব্যবসার বাইরেও একটা জীবন রাখুন
পড়া ও লেখার অভ্যাস তৈরি করুন
কাজের সময় ইমেইল ও নোটিফিকেশন কম চেক করুন
মিটিং এর পেছনে বেশি সময় নষ্ট করবেন না
না’ বলতে শিখুন
সবকিছু একা করতে যাবেন না
একবারের জিনিস দুইবারে করবেন না
ভালো একটি সকালের রুটিন ফলো করুন
আমার পরবর্তি সব পোষ্ট গুলি এই সিরিয়ালেই হবে।