সকালে কয়টাই উঠবো আর কখন বের হবো,আবার দুপুরের লাঞ্চে কি খাওয়া যায় থেকে শুরু করে হাই প্রোফাইল ক্লায়েন্টের সাথে কি বলবেন এই পর্যন্ত সব ক্ষেত্রেই আমাদেরকে প্রতিদিন নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। এসব সিদ্ধান্ত ঠিকভাবে নেয়া- এবং এসব সিদ্ধান্ত নিতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হওয়াই আমাদেরকে জীবনে সফল করে তুলতে সাহায্য করে।
এজন্যে আপনার সমস্যা সমাধানের দক্ষতাকে উন্নত করতে হবে। আপনার সমস্যাটিকে সনাক্ত করা এবং এই সমস্যা সমাধানের জন্যে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে চিন্তা ভাবনা করলে সিদ্ধান্ত নেয়া সহজ হয়ে যায়। আপনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটি ঠিক করতে পারলে সমাধানে পৌছাতে কম সময় লাগবে।
এইসব মাথায় রেখেই আমি আপনাদের জন্য লিখতে চাই এবারে এই সিরিজ।