কর্মদক্ষতা বাড়ানোর ব্যাপারে যে জিনিসটি আপনাকে সচচেয়ে বেশি সহায়তা করবে, তা হল একেবারে মূল বিষয়টির প্রতি মনযোগ দেয়া।
অনেকের কাজের দক্ষতা থাকলেও মূল কাজের পাশাপাশি অনেক অপ্রয়োজনীয় বিষয়ের ওপর মনযোগ চলে যায়, যা আপনার অজান্তেই আপনার পুরো কর্মক্ষমতা কাজে লাগাতে দেয় না।
কাজেই, আপনি যদি খুঁজে বের করতে পারেন যে, কোন কাজটি করা এখন আসলেই জরুরী, তাহলে আপনি অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দিয়ে মূল কাজে মনোযোগী হতে পারবেন। এর ফলে এমনিতেই আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে।
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস্ এর উদাহরন যদি দেয়া হয়-
“এ্যাপল যখন একটি বড় কাজের অর্ডার পেল, জবস্ তাঁর প্রোডাক্ট লাইন থেকে সকল আপাতত অপ্রয়োজনীয় পন্য বাদ দিয়ে বর্তমানে যেটি জরুরী সেটির ওপর সমস্ত দক্ষতা নিয়োগ করলেন। যার ফলে হাতের কাজের গতি অনেক বেড়ে গিয়েছিল।”
লেখক ব্রেনডনের মতে, হাই পারফর্মাররা অনেক বেশি কর্মদক্ষ হওয়ার কারণ, তাঁরা যখন সামনে পাঁচটি পদক্ষেপ দেখতে পান তখন প্রতিটি পদক্ষেপের জন্য আলাদা ভাবে নিজেদের প্রস্তুত করেন এবং একে একে কাজগুলো সারেন। সব কাজে একবারে হাত দেন না।
এখানে লেখক আমাদের কাজের মূহু্র্তে প্রয়োজনীয়, কম প্রয়োজনীয়, এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো আলাদা করে বোঝার জন্য বলেছেন। আমরা যখন বিষয়গুলো চিহ্নিত করে শুধু প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর মনযোগ দেব, তখন কাজে সফল হওয়ার সম্ভাবনা কয়েক গুন বেড়ে যাবে।