সফলতা ও ব্যার্থতা নিয়েই একজন মানুষের জীবন।
এই জীবনে, সাফল্য আর ব্যার্থতার বাইরেও আছে একটা বড় জিনিস সেটা হলো সম্পর্ক।
একজন শিক্ষক হিসাবে আপনার কতজন ছাত্র সাফল্য পেলো সেটার চেয়েও বড় ব্যাপার হলো- কতজন ছাত্র,তাদের সাফল্য বা ব্যার্থতার পরেও আপনাকে স্মরণ করে।
এই স্মরণের জন্য যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন হয়- সেটি হলো সম্পর্ক।
যারা এই সম্পর্ক রাখতেই জানেনা,তারা মানসিকভাবে বিকৃত এবং বাস্তবে এরা এক প্রকার ব্যার্থ।
যখন ব্যার্থতা আপনাকে গ্রাস করবে তখন আপনি দিক বিদিক ছুটে চলবেন এবং আপনার আচরনেও অনেক পরিবর্তন আসবে।
আপনি সত্যকে চাপা দিয়ে মিথ্যা কেই সত্য বলে প্রতিষ্ঠা করতে চিল্লিয়ে বলতে থাকবেন এবং এই দলে কিছু সংখ্যাক ঐ ব্যার্থতার পাল্লায় ভারী থাকা মানুষকে পেয়েও যাবেন।
কিন্তু আসল ব্যাপার কি জানেন?
একজন সম্মানীত ব্যাক্তিকে ছোট করতে মিথ্যার আশ্রয় না নিয়ে বরং নিজেকে আরো বেশি সম্মানিত করে গড়ে তুলুন।
কারন একটা বড় দাগকে না মুছে বড় করার চেয়ে অন্য একটি বড় দাগ সৃষ্টি করায় মনযোগী হলে বাস্তবে লাভটা নিজের থাকে।
আসুন আমরা সঠিক জ্ঞানের চর্চা করি,সঠিক শিক্ষা লাভ করলে ক্ষতি নেই,বরং আপনি সর্বদায় সম্মানিত হবেন।