সাফল্যময় ব্যাক্তিত্বের অধিকারী হওয়া প্রয়োজন- যা করতে পারি (পর্ব ০১)

যেকোন বিজনেস কে দাঁড় করাতে আমাদের মিশন ও ভিশন রেডি করতে হয় শুরুতেই,কিন্তু আমরা এদিকে খেয়ালই করিনা। আপনাকে সাফল্যের জন্য মিনিমাম ৫ বছরের একটি পরিকল্পনা করতে হবে। সাফল্যের জন্য আপনাকেই আপনার ব্যবসার নিয়ন্ত্রক হতে হবে।
কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার মানসিকতা তৈরি করুন এবং নিচের কাজগুলি করুন-
  • কঠিন পরিস্থিতিতে উদ্বিগ্ন হলে চলবে না
  • আপনার কৃতিত্বকে উদযাপন করতে শিখুন,সেটা যত ছোটই হোক না কেন।যেকোন একটা গোল এচিভ করতে পারলেই আপনার উচিত সেটাকে সেলিব্রেট করা।
  • আপনার ব্যর্থতা গুলো ভুলে যান,শুধু শিক্ষা নিয়ে সামনের দিকে তাকান।
  • নিজের নেটওয়ার্ককে আরও উন্নত করুন,এই কাজ শুরু করুন নিজের ফেসবুক প্রোফাইল সিলেকশন ও বন্ধু তালিকা নির্বাচনের মাধ্যমেই।
  • সর্বদা সততার সাথে ব্যবসা পরিচালনা করুন, পরিস্থিতি যেটাই হোক না কেন,নিজেকে শান্ত রাখুন।
  • নতুন নতুন সুবিধা গুলোর সাথে নিজেকে পরিচিতি করুন,নিজেকে আপডেট করার বিকল্প নেই।
  • নিজের শারীরিক পরিস্থিতি ধরে রাখুন,এইজন্য শরীর চর্চা করার কোন বিকল্প নেই।
  • সর্বদা নতুন কিছু শিখার পরিকল্পনা করুন
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *