সফল হওয়ার বিকল্প পথ খোঁজা: আপনি আপনার ব্যবসায় বা চাকরিতে ব্যর্থ হয়েছেন, এটা কোন ব্যাপারই না,আসলেই কোন ব্যাপার না।কারন এমনটা হতেই পারে।
কিন্তু আপনি যদি নতুন করে ব্যবসায় সফল হতে চনে তাহলে আপনাকে পেছনের প্রতিক্রিয়া গুলো ভুলে এগিয়ে যেতে হবে। কেননা অতীত মনে করে কষ্ট পাবার কোন মানে নেই।
মনে করুন আপনি দীর্ঘ সময় ধরে একটি সফল বই ব্যবসা চলাচ্ছেন কিন্তু বর্তমানে এটি থেকে কোন আয়ই হচ্ছে না। তাই বলে কি আপনি পিছিয়ে যাবেন, মোটেও না,অন্তত এভাবেই ভাবুন।
আপনি কাজের মাধ্যমে আপনার ব্যবসাটিকে ঘুরে দাঁড় করাতে পারেন। তবে সেজন্য আপনাকে উৎস গুলো সঠিকভাবে খোঁজ করতে হবে। আর এই ভাবেই আপনি আপনার ব্যবসায পুনরায় সাফল্য ফিরে পেতে পারেন। তাছাড়া আপনার যদি সঠিক মনোভাব থাকে তবে আপনি সবসময় বিকল্প পথ গুলো অনুসন্ধান করতে থাকুন। আপনি আপনার ব্যবসায় লাভের জন্য সঠিক পরিকল্পনা গুলো অনুসরণ করতে পারেন।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE