সম্প্রতি অনেকের ফেসবুক আইডি এভাবে হ্যাক হয়েছে, অনেকে পিসি’র মূল্যবান সব ফাইল হারিয়েছে। কখনো ফেষবুকের প্যারেন্ট কোম্পানি মেটার নামে, আবার কখনো গুগল বার্ডের নামে, আবার কখনো নিত্য নতুন কৌশলে এরকম স্ক্যাম পোস্টগুলো দেখা যায়।
স্ক্যামাররা ফেসবুকের এড পলিসি ফাঁকি দিয়ে এরকম পোষ্ট বুস্ট করে থাকে, নিচে সংযুক্ত পোষ্টে বলা হচ্ছে: ফেসবুক সবাইকে ৬০০ ডলার করে ফ্রি দিচ্ছে, যেটা দিয়ে বুষ্ট করা যাবে, অফারটা নেওয়ার মাত্র দুইদিন সময় বাকী আছে, এরপর একটা লিংক দেওয়া হইছে, যেই লিংকে ক্লিক করা মাত্রই আপনি “কট”
(মনে রাখবেন, ফেসবুক কখনো ইতিপূর্বে এমন লোভনীয় বিজ্ঞাপন দেয়নি, আগামিতেও দিবেনা)
লিংকে ক্লিক করার পর কী ঘটবে?
: একটা ZIP ফাইল ডাউনলোড হবে, যেটা আনজিপ করলে একটা এপ্লিকেশনের মত দেখতে একটা ফাইল পাওয়া যাবে, আপনি যখনই এপ্লিকেশনের মত দেখতে ফাইলটা ওপেন করতে যাবেন, তখনই আপনার পিসি/বা সিস্টেমের মাথা নষ্ট হয়ে যাবে।
মূহূর্তেই আপনার সিন্টেমে থাকা সকল ফাইল ইনক্রিপটেড (লক) হয়ে যাবে। সব ফাইল ফিরে পেতে বিটকয়েনে নির্দিষ্ট এমাউন্ট পেমেন্ট করতে বলবে।
এক কথায় স্ক্যামাররা যে ভাইরাস টা আপনার সিস্টেমে ইনস্টল করবে সেটা হলো “র্যানসমওয়্যার ” এই ভাইরাসটা ১৯৮৯ সালে প্রথম হাভার্ড এর একজন বায়োলজিস্ট প্রথম আবিস্কার করেন। ভদ্রলোকটার নাম “Joseph L. Popp”
এটা স্ক্যামের একটা ফরমেট মাত্র, আরো অভিনব ফরমেট অনলাইনে প্রতিনিয়ত ঘুরাঘুরি করছে, সবাই সতর্ক থাকবেন।