আজ থেকে ক্ষন গননা করে দেখুন, ৪৫ দিন বাকি ঈদের এবং সেখান থেকে কোরুবানীর ঈদের বাকী আর ৭০ দিন,তারপরে পুজা,তাহলে এতগুলি বড় বড় ইভেন্টে কে সামনে রেখে আমাদের সকলের প্ল্যানিং অনেক,কিন্তু মুল সমস্যাই হলো ঝুঁকি নিবো কিনা?
ব্যবসার আয়ের গতি কমে যাওয়ার একটা প্রধান কারণ হল, অনেক উদ্যোক্তা ঝুঁকি নিতে অতিরিক্ত ভয় পান। ব্যবসা একটা স্থিতিশীল জায়গায় এসে পড়ার পর তাঁরা আর নতুন করে কিছু চেষ্টা করতে চান না। কারণ তাঁরা ভয় পান ব্যবসার বর্তমান লাভজনক অবস্থা এতে ক্ষতিগ্রস্থ হতে পারে।
কিন্তু ব্যবসাকে এগিয়ে নিতে হলে আপনাকে নতুন নতুন জিনিস চেষ্টা করতেই হবে। ধরুন আপনার একটি কাপড়ের বা ফ্যাশন রিলেটেড বিজনেস আছে। এই বিজনেসের বা উদ্যোগের বর্তমান অবস্থান অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ১০ জন ক্রেতা আসছে এখানে। এই জায়গা থেকে আপনার নিয়মিত একটি নির্দিষ্ট হারে আয় হয়। এখন এই আয়ের হার বাড়াতে হলে আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে।
যেমন ধরুন নতুন করে ফ্যাশন রিলেটেড কিছু আনতে হবে, প্যাকেজ ভিত্তিক কাজ করতে পারেন,কম্বো বানাতে পারেন। এবং সেটার উপরে বিজ্ঞাপন দিতে হবে।
আপনার যদি একটা খাবারের আইটেম সংক্রান্ত পেজ থাকে বা একটি উদ্যোগ থাকে, এখন যদি নতুন ঙ্কোন মেনু বা কম্বো খাবার কিংবা সম্পূর্ন নতুন কিছু এই রোযা আর ঈদ কে কেন্দ্র করে না ভাবেন,তাহলে আর হবে কি করে?
এগুলি করতে আপনাকে হয়তো বেশ কিছু টাকা খরচ করতে হবে। সেইসাথে বর্তমানে আপনার যে কর্মকান্ড সেখান থেকে সময়ের বেশ কিছুটা অংশ আরো একটিভিটিতে রাখতে হবে। তারপরও কিন্তু এসব করেই যে সেল বাড়বে তার কিন্তু ১০০% নিশ্চয়তা ও পাবেন না। এটাও মাথায় রাখতে হবে।
কিন্তু যদি বর্তমান আয়ের হার বাড়াতে চান, তবে অবশ্যই আপনাকে নতুন আইডিয়া নিয়ে সেটি নিয়ে কাজ করতে হবে। এই ঝুঁকিটুকু না নিলে যে অবস্থায় আছেন, সেই অবস্থাতেই থাকতে হবে। একজন সত্যিকার সফল উদ্যোক্তা সব সময় নিজের ব্যবসার প্রসার বাড়াতে চান। আর এজন্য হিসেব করে ঝুঁকি নেন।
পেপাল এর আরেক প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কথাই ধরুন। পেপাল দিয়ে আর্থিক লেনদেনের চেহারা পাল্টে দেয়ার পর তিনি কিন্তু সেখানেই থেমে থাকেননি।টেসলা, স্পেস এক্স – একে একে অনেক ব্যবসার দিকে হাত বাড়িয়েছেন তিনি। একারণেই বিশ্বের সেরা উদ্যোক্তাদের একজন হতে পেরেছেন মাস্ক।
আপনি যে ব্যবসাই করেন না কেন, সব সময়ে সুযোগ খুঁজুন ব্যবসার আওতাকে আরও বড় করার। এই কাজে ঝুঁকি থাকবেই। কিন্তু যদি নিয়মিত ব্যবসার আয়ের হার বাড়াতে চান, তবে এই ঝুঁকিটুকু নেয়ার মানসিকতা আপনার থাকতেই হবে।
বিশ্বখ্যাত লেখক জেমস স্টিফেন্স এর এই উক্তিটি সব সময়ে মনে রাখবেন, “নতুন কিছু করার আগ্রহ ভয়কে এমন ভাবে জয় করে, যেমনটা সাহস দিয়েও সম্ভব নয়”
যারা নতুন কিছু খোঁজে না,একদিন তাদেরও কেউ খুঁজবেনা।