সারাদিনে,মাসে বা বছরে যে আমি এত উদ্যোক্তাদের সাথে কথা বলি,তাদের মধ্যে তো দেখি ৯০%+ ই ভালো নেই।সংগ্রাম করেই নাকি চলছেন সবাই।
তাহলে সারাদিনে যে ফেসবুকে এত এত এওয়ার্ড শো দেখি।কে কাকে দিচ্ছে আর কেন দিচ্ছে,কে কেন পাচ্ছে আর কিসের বেইজে পাচ্ছে তাও জানিনা?
যিনি পুরষ্কার হিসাবে ক্রেস্ট পাচ্ছেন তিনিও তো দেখি টাকা খরচ করে রেজিষ্ট্রেশন করেই যাচ্ছেন।তাহলে কি বুঝে এওয়ার্ড হচ্ছে তাও জানিনা।
আচ্ছা,আমার একটা প্রশ্ন- আপনারা তো কথা বলতে গেলেই বলেন,সমস্যায় আছি,টাকার সংকট অথিচ ঘুরতে গেলে টাকা থাকে,এওয়ার্ড কিনতে গেলে টাকা থাকে,পার্লারে যাবার টাকা থাকে।