লেখাটা লিখবো লিখবো করে রাত ২:০৩ বাজলো।শেষ করতে আরও একটু সময় যাবে তাও লেখার লোভ টা সামলানো গেলোনা।
ছোট থেকেই আমরা সবাই পড়েছি- সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ।বর্তমানে এই ব্যাপার টা খুব বেশি করে সত্য।
বাবল নিয়ে আমি একটা আর্টিকেল অনেক আগেই লিখেছিলাম চাইলে সেটা আগে একটু পড়ে নিতে পারেন তাহলে আরও ক্লিয়ার হবেন।
আমার ফেসবুকে সারাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ কানেক্টেড আছেন।তাই সবার আলাদা আলাদা টেস্ট টা আমার বেশ দেখতে ভালোই লাগে,না লাগলেও তো দেখা লাগবেই আর কি টাইপের।
এই বিভিন্ন বাবলের কারনে,নানান জিনিস সামনে আসে আর সেটা না চাইলেও চোখ যাই।এজন্যই আমি অনেক বেছে বেছে ফ্রেন্ড লিস্টে সংযুক্ত করি।
যাহোক যা বলছিলাম-
আপনি যদি গ্রামে যান,তাহলে দেখবেন সেখানে বাবল টা ঠিক এই রকম।তারা অনেক সকালে উঠেই কাজ শুরু করে এবং সন্ধ্যার মধ্যেই কাজ সেরে বাসায় ফিরে বাজারে যেয়ে ক্যারাম বোর্ড বা কার্ড বা দাবা খেলে আর লাল চা খেয়ে রাজনৈতিক আলাপ সেরে বাসায় আসে।
এই শ্রেনীর কারনেই মুলত ভাইরাল ব্যাপার টা ঘটে বেশি।কারন তারা যা দেখেন সবকিছুকেই সত্য বলে চালাতে থাকেন।
আর এই শ্রেণীর কাছে ইন্টারনেট মানেই,ফেসবুক আর ইউটিউব।এর বাইরে যে কিছু আছে সেটা তারা জানেন না আর জেনেও কাজ নেই।
তবে তাদের লাইফ টা আবার মজার।
আর শহরেই দেখেন কত কত বাবল আছে-
কেউ হয়তো ব্যাস্ত নতুন কি নাটক এলো সেটা নিয়ে তো কেউ ব্যাস্ত নতুন সিনেমা নিয়ে।কেউ বাংলা কেউ বলিউড তো কেউ তামিল তো কেউ আবার হলিউড।
একটা শ্রেনী ব্যাস্ত খেলার নিউজ নিয়ে আবার একটা শ্রেণীর লোকে এইটার বিভাজন নিয়ে।
কেউ আছেন বেকিং নিয়ে তো কেউ আছেন হোমমেড ফুড নিয়ে।
আসলে যে যেভাবে খুশি থাকতেই পারে এটা যার যার ব্যাপার।আমার কথা হলো- যাকে যার মত চলতে দেয়া একটা শিক্ষা আর এই শিক্ষার জ্ঞান অর্জন করা ও নিজের পরিবারের পরের জেনারেশন কে শেখানো খুব গুরুত্বপূর্ণ।
আপনি কি করছেন সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আপনার সার্কেলের জন্যও।আপনি যদি আজকে থেকে ৫ জন নামাজীর সাথে চলতে শুরু করেন,তাহলে আপনিও নামাজী হয়ে যাবেন।আবার আপনি যদি ঠিক ৫ জন জুয়াড়ির সাথে চলতে শুরু করেন তাহলে সেটাই প্রভাবিত হবেন।
এইজন্যই আমি প্রায় বলি-ফেসবুকে আপনি কি আর কাকে ফলো করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। ভালো ও শিক্ষার আলো ছড়াচ্ছেন এমন মানুষদেরকে ফলো করেন,দেখবেন জীবন সুন্দর।
টক্সিক সবকিছু এড়িয়ে যান।নেগেটিভ সবকিছুকে এড়িয়ে যান।
বছরের লাস্ট কোয়াটার শুরু হবে।এই তিন মাসে নিজে নিজের একটা চেঞ্জ শুরু করুন।আমি নিজেও নিজের জন্য একটা রুটিন করে চেঞ্জ শুরু করবো।যারা সাথে যুক্ত হতে চান,তারা কমেন্ট করবেন।আমি একটা গ্রুপ করে সেখানে নিজের টা সব শেয়ার করবো আর ঐ গ্রুপেই আপনাদেরকে গাইড করবো।
সম্পূর্ণ ফ্রী গাইডলাইন দিব একটা চেঞ্জ আনার জন্য।