Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
ভিডিও এডিটিং এপসের উপরে অনেকেই জানতে চেয়েছেন, তাই আজ থেকে এই এপস গুলি নিয়ে আলোচনা করছি।
ধারাবাহিক আলোচনায় আজকের এপসের নাম হলো ActionDirector
আমার লিস্টের চতুর্থ অবস্থানে আছে ActionDirector। এটি বেশ জনপ্রিয় একটি ভিডিও এডিটর। এটি ব্যবহার করে খুব সহজে এবং দ্রুত ভিডিও এডিটিং করা সম্ভব।
অ্যাপটিতে থাকা ভিডিও ট্রিমিং, ভিডিও কাটিং, থিম, মিউজিক, ফিল্টার, ইফেক্ট, ট্রানজিশন ব্যবহার করে অসাধারণ সব ভিডিও তৈরি করতে পারবেন।
4K সাপোর্ট করে এমন ভিডিও এডিটর অ্যাপগুলোর মধ্যে অন্যতম হলো এই ActionDirector। অ্যাপটিতে প্রয়োজনীয় ফাংশনগুলোর পাশাপাশি স্পিড এডিট, ভিডিও স্ট্যাবিলাইজার, স্লো মোশন, ফাস্ট মোশন, ভিডিও হাইলাইটিং সহ বেশ কিছু ফাংশন রয়েছে।
গুগল প্লে স্টোর হতে এটি বিনামূল্যে ডউনলোড করা যাবে। এই অ্যাপটির একটি ভালো দিক হলো যে এটি ডেভলপার কর্তৃক খুব ঘন ঘন আপডেট পায়। অ্যাপটি অ্যান্ড্রয়েড ৪.৩ থেকে পরবর্তী সকল ভার্সনই সমর্থন করে।
স্পেশাল ফিচারঃ-
4K সমর্থিত ভিডিও এডিটিং অ্যাপ
কালার, ব্রাইটনেস, কনট্রাস্ট, স্যাচুরেশন এডজাস্টমেন্টের সুবিধা
থাকছে এক ডজনেরও বেশি ট্রানজিশন