সোশ্যাল মিডিয়া আসলে কি? কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সম্পর্কে জেনে নিই।

সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান যুগের খুব জনপ্রিয় একটি প্লাটফর্ম, এর মাধ্যমে মানুষ একে অন্যের সাথে তথ্য আদান-প্রদান বা যোগাযোগ করতে সক্ষম হচ্ছে।

“সুতরাং আমরা বলতে পারি যে, সোশ্যাল মিডিয়া হলো একটি অনলাইন ভিত্তিক প্রযুক্তি যার মাধ্যমে তথ্য সরবরাহ বা আদান-প্রদান করা যায়।”

আমরা প্রায়শই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং অন্যান্য আরো সাইট এবং অ্যাপগুলিতে নানা ধরণের তথ্যপূর্ণ পোস্ট করি এ সবকিছুই সামাজিক যোগাযোগ এর মধ্যে অন্তর্ভুক্ত।

১০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম:

  1. ফেসবুক
  2. টুইটার
  3. লিংকড ইন
  4. ইনস্টাগ্রাম
  5. স্ন্যাপচ্যাট
  6. ইউটিউব (মিডিয়া শেয়ারিং সাইট)
  7. Quora
  8. Reddit
  9. Pinterest
  10. Vimeo
উপরের ১০টি সোশ্যাল মিডিয়া ছাড়াও আরো অনেক ধরণের সোশ্যাল মিডিয়া রয়েছে বর্তমান যুগে। প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার একেকটি নির্দিষ্ট ক্যাটাগরির উপর নির্ভরশীল হয়ে থাকে।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভলপমেন্ট এবং প্রফেশনাল সিভি নিয়ে।
আমার পেজ- ICT CARE এবং অর্জন কুরিয়ার সার্ভিস

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *