স্কিল ডেভলপমেন্ট পোষ্ট-২

 
বিষয়- এন্ড্রয়েড মোবাইল
এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন না এমন মোবাইল ফোন ব্যবহারকারী এখন অনেক কমই পাওয়া যাবে। বিভিন্ন সুবিধাজনক ফিচারের জন্য এন্ড্রয়েড ফোনগুলো সব বয়সের মানুষের কাছেই এখন অনেক গ্রহণ যোগ্যতা পেয়েছে।
কিন্তু সমস্যা হলো এন্ড্রয়েড সেট দিয়ে যত সুবিধা পাওয়া যায়, তেমনি দু দিন বাদে বাদেই এন্ড্রয়েড সেটের অনেক ঝক্কি-ঝামেলা ও দেখা যায়।
আর তাই, এন্ড্রয়েড সেটের এসব ঝক্কি-ঝামেলার দূরীকরণে আজকের আর্টিকেলে আমরা এন্ড্রয়েড সেটের সম্পর্কে একটু জানবো।
এন্ড্রয়েড কি?
এন্ড্রয়েড হলো একটি মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) যা সিলিকন ভ্যালি কোম্পানির দ্বারা এন্ড্রয়েড ইংক নামে প্রথমে তৈরি করা হয়েছিল। ২০০৭ সালে ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স (ওএইচএ) এর মাধ্যমে গুগলের নেতৃত্বে এন্ড্রয়েডের প্রথম ডেভেলপ করা হয়।
মূলত এই অপারেটিং সিস্টেমটি লিনাক্স কার্নেল এবং অন্যান্য ওপেন সোর্স সফ্টওয়্যার এর পরিবর্তিত সংস্করণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সাধারণত স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির মতো টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্যই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে।
এন্ড্রয়েড ফোন কি?
সোজা বাংলায় এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে যেসব মোবাইল বা ফোন, সেগুলোকেই বলা হয় এন্ড্রয়েড ফোন। এন্ড্রয়েড ফোন হলো একটি শক্তিশালী, উচ্চ প্রযুক্তির স্মার্টফোন এবং এটি গুগল কোম্পানীর ডেভেলপ করা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) এ চলে।
যদিও এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ছাড়া আরো অন্যান্য অপারেটিং সিস্টেম ( যেমন, সিম্বিয়ান,আইওএস) ও রয়েছে কিন্তু এখনকার বেশীর ভাগ মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো ই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *