জীবন মানেই যুদ্ধ, আমার কিংবা আপনার সকলের বেলাতেই একই অবস্থা কিন্তু হয়তো একটা ফেসবুক
আইডি দেখেই আমরা ভেবে ফেলি আমার মত খারাপ কেউ নাই সবাই ই ভালো আছে তো।
কিন্তু এই ভাবনা টা ভুল আপনার আমার সহ সবাই কেই শুনতে হবে কিসের উদ্যোক্তা?
কিসের এত ফেসবুক নিয়ে পড়ে থাকা?
ফেসবুকে লেখাপড়া?
এই যদি হয় অবস্থা তাহলে অমুকের তো লেখাপড়া হয় নি ইনকাম ও নেই তাই না?
উদাহরন টা এমন কাউকে দিয়ে দেয়া হবে যে কিনা একটা চাকুরী করেই তথাকথিত হ্যাপি লাইফ লিড করছেন।
হয়তো আপনি অনলাইনে ক্লাস করছেন কিংবা কোন ওয়ার্কশন সারা দিন ব্যাপী সেটার জন্য শুনবেন সারা দিন ধরে কিসের ক্লাস লাগে?
ঐ ওমুক তো বিজনেস করছে এলাকায় সব চেয়ে বড় দোকান কই তার তো এসব লাগে নাই।
ঘর থেকে পর সব জায়গায় আপনাকে এটাই শুনতে হবে যে যে বিল গেটস কিংবা জ্যাক মা কিংবা
Razib Ahmed
স্যার ও এত সময় দেয় নি নিজের কাজে।
তুই/তুমি বা আপনি যত সময় দিচ্ছেন তাতে তো তাদের কে ও ছাড়িয়ে যাবার কথা আপনার।
কিন্তু সেটাও তো হয়ে দেখানো গেলো না।
আসলে কি জানেন ওনারা এই ব্যাক্তি গুলির সম্পর্কে জানেন না কিংবা জানতে চান ও না।
আসল কথা হলো অনেকেই আপনাকে তাদের প্রিয় বানাতে চাইবে কিংবা আইডল বানাতে চাইবে কিংবা খুব
ভালোবাসার কেউ অথচ আপনার যখন স্ট্রাগল কিংবা কোন দুঃসময় যাবে তখন সেই মানূষ গুলিকে আর খুঁজে পাবেন না।
প্রিয় এর সংজ্ঞা টা আমার কাছে অন্য রকম
যাকে প্রিয় ভাববেন তার তো সব তায় প্রিয় হবে আপনার কাছে হোক সেটা ভুল কিংবা সঠিক সব টা মানে সব টা।
কিন্তু অন্যের কাছে তো হবে না তাই সেই ভুল গুলি তাকে বোঝাতে হবে গঠনমুলক ভাবে।
কিন্তু এই ব্যাপার গুলি অস্তিত্ব হয়তো বাস্তবে নাই কিংবা আছে যার দেখা সবাই পায় না।
আপনি যদি কাউকে বর হবার স্পেস টাই না দেন তাহলে বড় হবে কি করে?
কিন্তু দেখবেন যখন আপনি সাকসেসফুলের তালিকায় যাবেন তখন তারাই আপনাকে তাদের সব কিছু বলে লাফাবে।
ভাবতে গেলে দেখবেন অনেক কিছুই কিংবা অনেক আপন (তথাকথিত) মানুষ ও হয়ে যাবে পর তাই সব ভাবা বাদ দিয়ে পরিপূর্ন সময় দিন নিজেকে তৈরি করার পিছনে।
সফলতা আসবেই…।।