Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
নতুনদের জন্য একটি পরিপূর্ন গাইডলাইন -০৪
টপিক: ফেসবুক পেইজ ব্যানারের গুরুত্ব।
আমরা আগের পর্ব গুলিতে দেখেছি কিভাবে পেইজ খুলবো,কিভাবে পেইজ সাজাবো,কিভাবে আমাদের পেইজ কে সবার সামনে প্রেজেন্টেবল করে তুলবো।
আজ আমি বোঝাতে চেষ্টা করছি ফেসবুক পেইজে কভার ব্যানার কতটা গুরুত্বপূর্ন এবং এর সঠিক ব্যাবহার নিয়ে।
ফেসবুক ব্যানার বা পেইজ ব্যানার আসলে কি?
ফেসবুকে আমরা যখন পেইজ ওপেন করতে চাই তখন আমাদের সামনে দুইটি মেজর আপশন আসে।
১. ফেসবুক প্রোফাইল ইমেজ
২. ফেসবুক কভার পেইজ/ব্যানার
আমরা না বুঝেই একটা প্রোফাইলল ইমেজ ব্যাবহার করি।
কখনো মানুষের ছবি কিংবা কখনো কোন ড্রেস বা কন্টেন্ট এর ছবি।
কিন্তু এগুলি একবারেই গ্রহনযোগ্য নয়।
ফেসবুকের এই প্রোফাইলে ইমেজে লগো ব্যাতীত অন্য কোন কিছু থাকা উচিত না।
আমাদের নিজেদের প্রোফাইলে যেমন আমাদের ছবি না থাকলে আসল আইডেন্টিটি থাকে না ঠিক তেমন পেজে নিজের প্রতিষ্ঠানের লগো না থাকলে পেজের আইডেন্টিটি নষ্ট হয়।
এখন জেনে বুঝে যদি এই কাজ আপনার করতে ইচ্ছা হয় তাহলে আমার বলা না বলা কোন ইমপ্যাক্ট ফেলবে না।
ফেসবুক পেইজের ব্যানার:
ফেসবুক পেজের ব্যানার হওয়া উচিত এমন যেন যে কোন ব্যাক্তি আপনার পেইজে একবার ভিজিট করতে এলেই বুঝে যায় আপনি কি নিয়ে কাজ করছেন।।
তাই পেজের ডিজাইন হতে হবে মার্জিত ও প্রফেশনাল।
এখানে কিছু বিষয় লক্ষণীয় –
১. ডেস্কটপ সাইজ আর মোবাইল সাইজ আলাদা হয় পেইজের জন্য।
২. সেইফ এরিয়াতে মুল ডিজাইন থাকতে হবে যেন সবাই যেকোন ডিভাইস থেকে মুল ব্যানার কে দেখতে পায়।
নিচে আমি কিছু পেজের ব্যানার দিয়েছি
যেমন Afroza Parvin ম্যাডাম এর শিল্পী হস্তশিল্প।
এবং Nasrin Sultana Shemu আপুর শাকিরা ফ্যাশান হাউজ।
ওনাদের পেইজ একবার ঘুরলেই আপনি সহজে বুঝবেন ওনারা কি নিয়ে কাজ করেন।
আরো কিছু ডেমো আছে এবং সাথে দেয়া আছে ব্যানারের সঠিক মাপ ও সেইফ জোন এরিয়া সহ ব্যানার।
আপনারা একটা ব্যাপার মাথায় রাখবেন।
যে কাজ যাকে দিয়ে মানায় তাকে সেটাই করতে দিন।
গড়পড়তা মানের কাজ কিংবা ফ্রী কাজ দিয়ে নিজের পেইজ কে ভবিষ্যত হুমকির মুখে ফেলেন না।
আপনার পেইজ যদি ঠিক না থাকে তাহলে কেন ট্রাফিক আসবে?
আর এলেও সেখানে কেন থাকবে?
নিজের কাছে প্রশ্ন করুন আপনি যদি ঐ পেজের ওনার না হতেন তবে কি রেগুলার ভিজিট করতেন?
উত্তর পেলেই বুঝবেন কেন আপনি পিছিয়ে।
সৌভিক
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার / ICT CARE
শুভ কামনা সবার জন্য