Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
উদ্যোক্তাদের স্বপ্ন নিয়ে অনেক কথা ই বলি।
চলেন আজ একটু উদ্যোক্তা দের গল্প বলি।
নতুনদের জন্য সম্পূর্ন গাইডলাইন পর্ব-০৫
আমার Lipi Chowdhury দিদি খুব ই ভালো রান্না করেন,তার হাতের রান্নার স্বাদ চমৎকার কিন্তু উনি ভাবছেন কীভাবে এটা মানুষ কে বলবেন?
আর কারা ই বা শুনবে?
হঠাত একদিন তিনি ডি এস বি তে Madhurjo Marshad ম্যাডামের পোষ্টে দেখলেন সৌভিক ভাই কি সব অনলাইনে পন্য বেচাকেনা করার জন্য Ferdousi Akhter আপুকে বলেছেন এই নিয়ে একটা পোষ্ট।
ওমা সেইখানে আমার Marin Naznin আপু প্রশ্ন করেছেন-
ডোমেইন কিনবো কেন?
ওমা সেকি গাড়ি কিনবেন বাট লাইসেন্স করবেন না?
লোকে তো ইলিগাল বলবে।
আপনার গাড়ি অন্যের হবে।
ভালো লাগবে?
ডোমেইন কিনতে কত টাকা লাগে?
আপু/ভাইয়া ডোমেইন কিনতে ৮০০-১০০০ টাকা লাগে।
এটা আসলে ডোমেইন বুঝে আসে।
যেমন .me .com সবার আলাদা আলাদা দাম।
ডোমেইন কি একবারে কেনা লাগে?
ডোমেইন একবারে কিনতে হয়। মানে প্রথম।বার লাইসেন্স পাবেন এক বছরের জন্য।পরে আবার এক বছর পরে রিনিউ করতে হবে।
ডোমেইন এর টাকা কি বছর বছর দিতে হবে?
জ্বী লাইসেন্স তো এক বছরের জন্য থাকে তাই এটাকে বছর বছর রিনিউ করতে হবে সমপরিমান টাকা দিয়ে।মানে যে মূল্যে আপনি কিনেছিলেন। ঐ টার রেগুলার প্রাইস দিয়েই।
ডোমেইন আমি সৌভিক ভাই এর কাছ থেকে নেবার পরে কি Priyanka Basak দিদির কাছ থেকে নিতে পারবো পরে?
হ্যাঁ সৌভিক ভাই যদি আপনাকে সকল এক্সেস দিয়ে দেন তাহলে অবশ্যই পারবেন।
কিছু অসাধু মানুষ দেন না তার কারন হলো যদি এক্সেস না থাকে তাহলে কাষ্টমার আজীবন তার কাছে ধরা থাকবে।তাই এই টাইপ ব্যাবসাদার এড়িয়ে চলবেন।
আচ্ছা ডোমেইন রিনিউ করতে গেলে কত টাকা দিতে হবে?
যেটা রেগুলার প্রাইস সেটা লাগবে।
ধরুন .com ডোমেইনের দাম ১০০০ টাকা কিন্তু আপনি কোন কোম্পানির বিশেষ ছাড়ের বা অফারের সময় ৭০০ টাকায় কিনেছেন বা ফ্রী কিনেছেন তার মানে ঐ বছরের জন্য ঐ মূল্য বাট পরের বছর গুলার জন্য আবার ঐ রেগুলার প্রাইস।
ডোমেইন রিনিউ না করলে কি হবে?
ডোমেইন রিনিউ করার নিয়ম হলো সেইম ডেটে
যেমন- ১১ ই অক্টোবর কেউ ডোমেইন নিলেন তাহলে উনি অবশ্যই পরের বছর ঐ ডেটের মধ্যে নিবেন।
যদি না পারেন তাহলে আপনার ডোমেইনের জন্য আরো ৩০ দিন পাবেন রিনিউ টাইম।
যদি সেটা তে ও না করেন তাহলে আরো ১০৫ দিন পাবেন আর সেটার জন্য আবার টাকা দিতে হতে পারে প্রায় ৭ গুন।
কারন ১ মাস পরে ডোমেইন আবার ফ্রী করে দেয়া হয়।
তাই বেশি মূল্যে কিনতে হয়।
এতে অবশ্য ডোমেইন প্রোভাইডারের কোন দোষ নেই।
যিনি রিনিউ করছেন না তার ই দোষ।
ডোমেইন কেনার পরে কনফার্ম কীভাবে হবো?
ডোমেইন কেনার পরে আপনার দেয়া মেইলে একটা মেইল আসবে। সেটাতে ভেরিফিকেশন করবেন।
করার সময় ইমেল দিবেন।
আর পাসওয়ার্ড এ দিবেন ফরগেট।
তাহলে একটা লিংক পাবেন ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করে নিবেন।
ব্যাস মালিকানা আপনার একার হয়ে গেল।
আর একটা কি দেখবেন লিংকের মধ্যে তাহলেই বুঝবেন যে আপনাকে সকল এক্সেস দিয়েছে।
এটা নিয়ে পরে লিখবো বিস্তারিত।
ধুর এই সৌভিক তো অনেক টাইম কেড়ে নিচ্ছে।
এমন কথা শোনার আগেই শেষ করছি আজকের মত।
আমি সৌভিক
কাজ করছি এফ-কমার্স ও ই-কমার্সের সকল কিছু নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ ICT CARE
সকলের জন্য শুভ কামনা।