স্বপ্ন যখন উদ্যোক্তা হবো পর্ব-১৮

টপিক: ওয়েব হোস্টিং কি ? হোস্টিং এর প্রকার, দাম এবং কেনার নিয়ম (A to Z)

Tasnem Binte Mahbub আপুর আগের দিনের ঐ Daisy Nur আপুর জমি কেনার ব্যাপার টা নিয়ে সংশয় থাকায় একজন উকিল Adv Esmatulla Lucky কে সাথে করে এনেছেন।

এদিকে Pinks Dollমৌ মনি সাথে করে এনেছেন Priyanka Basak, Rakifa Akter Ratna কে এনেছেন কেননা ওনারা ও জমি কেনার বন্দোবস্ত করছেন।

যায় হোক ওদিকে জমির ডিলার সৌভিক ভাই কে ডেকে নিলেন মোবাইল করে Jubaer Noman ভাই।
সৌভিক ভাই জানালেন তিনি Yemeni Ibnul ভাই কে সাথে নিয়ে যাবেন সময় মত।

Farhana Afroz Tonni আপুর রান্না করা খাবার খেয়ে সবাই বুঝে গেলো কেন ওনার পেজের নাম রান্নার কাব্য।

ওদিকে Lipika Talukder জানিয়ে রেখেছেব আজ সকলেই যেন যাবার পথে Take off food এ একটু ঢু মেরে যায়।

আলোচনা শুরু হলো-
আগের দিনে হোষ্টিং কি সেটা নিয়ে আলোচনা হয়েছিলো।

ওয়েব হোস্টিং কি – আপনি যদি একটি ব্লগ বা ওয়েবসাইট বানানোর কথা ভাবছেন, তাহলে ওয়েব হোস্ট এর ব্যাপারে আপনার জেনে নেয়াটা অনেক জরুরি।
কারণ, যেভাবে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের থাকার জন্য একটি জায়গা বা ঘরের প্রয়োজন, ঠিক সেভাবেই, ইন্টারনেটের দুনিয়াতে একটি ওয়েবসাইটকে রাখার জন্য, আপনার জায়গার প্রয়োজন হবে।

তাই, ইন্টারনেটে যেকোনো ওয়েবসাইট, app বা ব্লগ চালু করার জন্য আপনার সর্ব প্রথমে, তাদের রাখার জন্য একটি জায়গা কিনতে হবে।

এবং, আপনি কিনে নেয়া সেই জায়গাকেই ওয়েব হোস্টিং (web hosting) বলা হয়।

নিজের ওয়েবসাইটের জন্য জায়গা বা হোস্টিং যেখানথেকে কিনবেন তাকে আপনার ওয়েবসাইটের হোস্ট (host) বলা হয়।

আজ, নিজের একটি website থাকাটা অনেক বড়ো কথা এবং ওয়েবসাইট maintain করাটাও সবাইর পক্ষে সম্ভব নয়।

এর জন্য proper knowledge থাকাটা অনেক অনেক জরুরি। একটি ওয়েবসাইট ইন্টারনেটের দুনিয়াতে সফলতা পূর্বক ভাবে থাকার জন্য এর দুটি জিনিসের অনেক প্রয়োজন।

যেমন, Domain এবং Hosting . এই দুটি জিনিস ছাড়া আপনি কখনোই একটি ওয়েবসাইট চালু করতে পারবেননা।

ওয়েব হোস্টিং কি?

যা আমি আগেই বলেছি, web hosting এমন একটি সার্ভিস, যার দ্বারা আমরা আমাদের যেকোনো blog বা website ইন্টারনেটের দুনিয়াতে চালু করতে পারি। যখন আমরা যেকোনো hosting provider থেকে হোস্টিং কিনি, তখন আমাদের ইন্টারনেটের web server এ কিছু স্পেস বা জায়গা দেয়া হয়।

সেই web server এমন একটি কম্পিউটার যে সব সময় ইন্টারনেটের সাথে জড়িত (connected) থাকে। এবং ওয়েব সার্ভারের কিনে নেয়া জায়গাতে যখন আমরা আমাদের video, file, image, media বা text article ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করি তখন সেগুলি web server এ জমা (store) হতে থাকে।

ওয়েব সার্ভার সবসমই ইন্টারনেটের সাথে জড়িত (connected) থাকার জন্যই, আমাদের ওয়েবসাইট বা ব্লগ জেকেও ইন্টারনেটের মাধ্যমে নিজেদের মোবাইল বা কম্পিউটারে access করতে পারেন। কিন্তু, এর জন্য আগে আমাদেড় একটি domain name কিনে, তাকে আমাদের web server এর সাথে সংযোগ (connect) করতে হবে।

আপনার ওয়েব সার্ভারের (hosting) সাথে connected ডোমেইন নামের মাধ্যমে জেকেও ইন্টারনেটের সাথে জড়িত যেকোনো কম্পিউটার বা মোবাইলের দ্বারা আপনার ওয়েব সার্ভারে থাকা video, file, image বা অন্য content দেখতে পারবে। এবং এই মাধ্যম টাকেই ওয়েবসাইট বা ব্লগ বলা হয়। কারণ, একটি website বা blog এ আপনি সেই সব জিনিস গুলি দেখতে পারবেন, যেগুলি সেই ওয়েবসাইটের ওয়েব সার্ভারে (web server) আপলোড (upload) করা হয়েছে।

তাহলে শেষে, ওয়েব হোস্টিং কি ? আপনি হয়তো এখন বুঝেই গেছেন। হোস্টিং এমন একটি জায়গা যেটা আপনার অবশই কিনতে হবে নিজের ওয়েবসাইট বা ব্লগকে ইন্টারনেটে অনলাইন সব সময় সক্রিয় (active) করে রাখার জন্য।

ওয়েব হোস্টিং মূলত কত প্রকারের এবং কি কি ?

ওয়েব হোস্টিং কাকে বলে বা কি এইটা জানার পর, web hosting কত প্রকারের সেইটা জেনে নেয়াটা ও অনেক জরুরি।
ওয়েবসাইটের প্রয়োজনীয়তা, security, speed আদি নির্ভর কোরে অনেক রকমের web hosting আমরা ব্যবহার করতে পারি। এমনিতে, web hosting এর অনেক প্রকার আছে।

এদের মধ্যে মূলত যেগুলি সবথেকে বেশি ব্যবহার করা হয় ব্লগ এবং ওয়েবসাইট হোস্ট করার জন্য সেগুলি হলো –

শেয়ার্ড হোস্টিং (shared hosting)
V P S (Virtual private server)
ডেডিকেটেড হোস্টিং (dedicated server)
ক্লাউড হোস্টিং (cloud hosting)

আলোচনা চলছেই হঠাত Sunjida Hossain Lima আপু বললো আমার Sanjida’s Food station এর কেক টা কেটে এবার খাওয়া উচিত সবার।

আর সবাই কেক খাবে বলেই উঠে গেলো।

এর ফাঁকে Madhurjo Marshad এসে বললেন আপনাকে আম কেক টা খাইয়ে দিচ্ছি।
আমি বললাম না না কেক মাখাবেন না আমিমি খুব আন ইজি ফিল করি তাই রেহাই দিবেন।
সবাই বললো কেক মাখানো বন্ধ হতে পারে একটা শর্গে আর সেটা হলো-

আমরা বাকী অংশ কাল দেখতে চাই।

অগ্যতা আমি বুঝলাম কারো ভালো লাগছে না তাই আর বলতে পারলাম না।

শুভ কামনা সবার জন্য
সৌভিক
ফাইন্ডার এন্ড সি ই ও-আই সি টি কেয়ার /ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *