Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
Rupa Dorothy এর মন খারাপ তাই ফোন দিলো Priyanka Basak কে আর জানালো সাথে করে একটু Puspo Shaha কে ও আনিস।
তিনজনে মিলে আলোচনা শুরু করলো
পুষ্প: জানিস রুপা ঐ Lipika Talukder দিদির সেল খুব বেড়েছে, কিন্তু কি এমন কারন?
রুপা: আরে ভাই টাকা থাকলে ব্যাবসা আমি ও করে দেখাতে পারতাম।
প্রিয়াংকা: কেন তোরা কি Sunjida Hossain Lima আপুর সেল কি দেখিস না?ওনার পেইজে অর্ডার এত বেশি থাকছে যে উনি নিজেই নাজেহাল অর্ডার ডেলিভারি দিতে গিয়ে।
পুষ্প: শোন আসলেই ব্যাবসায় টাকা একটা ফ্যাক্ট।
প্রিয়াংকা: আরে নাহ সৌভিক ভাইয়া বলেছিলো ই-কমার্স ও এফ-কমার্সে টাকা নয়, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল পরিশ্রম টাই আসল।
রুপা: ডাক দে ভাইয়া কে।
০১৯২১….. ট্যাপ ট্যাপ ট্যাপ করে ডায়াল করে দিলো প্রিয়াংকা।
রিং বাজতে দেখেই সৌভিক মাউস পয়েন্টার থেকে হাত সরিয়ে মোবাইল টা রিসিভ করলো।
সৌভিক: হ্যালো, দিদি কি অবস্থা?
প্রিয়াংকা: দাদা আপনার যত ব্যাস্ততায় থাক, আজ আসেন আমাদের কথা আছে।
সৌভিক: আচ্ছা ঠিক আছে রাত ১০ টায় জমি কেনার ব্যাপার টা ক্লিয়ার করার ইচ্ছা আছে তখন গেলে হবে?
প্রিয়াংকা: আচ্ছা আসেন।
সৌভিক: ০১৭১৬…. Yemeni Ibnul ভাই কোথায় আপনি?
ইবনুল: ভাই আমি তো অফিসে
সৌভিক: Jubaer Noman আর Rodiya Jahan Mimকে সাথে করে আসেন তো প্রিয়াংকা দিদির বাসায় রাতে।
ইবনুল: আচ্ছা জ্যাম ভাই, আসবো।
সৌভিক যাবার পথে Madhurjo MarshadMarin Naznin দুই জন কে নিয়েই গেলো।
যেতেই সবার আগে প্রিয়াংকার প্রশ্ন।
প্রিয়াংকা: দাদা, টাকা ছাড়া কি ব্যাবসা হয়?
সৌভিক: হয় আবার হয় না দুইটায়।
মৌ মনি: খুলে বলেন।
সৌভিক: দেখেন ব্রেইন কে সঠিক জায়গায় বসাতে হবে এবং সঠিক ভাবে পরিচালনা করতে হবে।
দেখেন আপনারা কেন এই প্রশ্ন করছেন তা বুঝতে পারছি।আমি একটু উদাহরন দিই।আপনাদের কিছু কমন চিন্তা ও তার উত্তর।
Jakia Tanni: শুনলাম অনলাইনে ব্যাবসা করে অনেক লাভ তাই শুরু করলাম এখন দেখি অবস্থা খারাপ।
সৌভিক: দেখেন বাস্তবে ব্যাবসা করতে গেলে কি আপনার ব্যাবসা প্রতিষ্ঠান দেবার সাথে সাথে বেচাকেনা হয়?
দোকান ভাড়া, কর্মচারী, ডেকোরেশন, জায়গার ডিড সব কিছু করার পর ও কয়েক মাস শুধু খরচ ওঠানোর চিন্তা করতে হয়।বুদ্ধিমানেরা লস ভেবেই আগান।এগুলি আসলে লস নয়, ইনভেষ্টমেন্ট।
Farhana Afroz Tonni: সৌভিক তাহলে তুই বলতে চাইছিস আমাদের কি লস হিসাব করতে হবে?
সৌভিক: না আপু, দেখো এই ব্যাবসা টা করেই কি তোমায় এখন পেটের ভাত যোগাতে হবে?যদি এইই চিন্তা থাকে তাহলে তোমার দ্বারা এই লাইনে কিছুই হবে না।
ব্যাবসা কে ব্যাবসা না ভেবে তোমাকে ভাবতে হবে এটা সার্ভিস, আর সার্ভিস টার পরিচিতি আসে আস্তে আস্তে।যখন পরিচিতি আসবে তখন সবাই সার্ভিস নিতে চাইবে।
Juthy Nargis: তাহলে ভাইয়া আমাদের কি এই পরিচিতি বাড়াতে টাকা খরচ করতে হবে?
সৌভিক: নাহ, মোটেও না।এখানেই তো বুদ্ধির খেলা।
আচ্ছা এই গ্রুপে আমার পরিচিতি কি টাকা খরচ করে হয়েছে?তাবাসসুম তাবু এর হাসি কি টাকার জন্য চিনেছে মানুষ?
মোটেই না।তাহলে কেন?ভাবেন তো সবাই।
Zakia Juthi: তাহলে কি আমাদের করতে হবে?
সৌভিক: দেখেন ঐ এক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেল করার দোকান কি একটা থাকে বাজারে?
Asif Abdullah: ধুর কি বলিস তাই কি হয় নাকি?
সৌভিক: তবু মানুষ কেন ঐ ভীড়ের মাঝেই দোকান নেবার জন্য, একটা পজিশন নিতে লাখ লাখ টাকা ব্যয় করছে।কেন?
Marifa Mukta: তাহলে তোর ভাষ্য অনুযায়ী আমাদের পেইজে কি করতে হবে? টাকা ইনভেষ্ট করতে হবে?
সৌভিক: বান্ধবী ব্যাপার হলো পৃথিবীতে সকলের পজিশন হলো win winতুই প্রোডাক্ট বেঁচতে চাস কিংবা সার্ভিস।
তাহলে আগে মানুষ কে তো সার্ভিস টা সম্পর্কে জানাতে তো হবে?
দেখ বাজারে অনেক দোকান থাকে কিন্তু আমরা কোন।শপে যায়?
যেটা দেখতে বেশ গোছালো এবং মালামাল আছে নলে মনে হয় সেটায় তো?
Hasna Yeasmin Zumur: তা তো বটেই।আগে রুপ ধারী পরে গুন বিচারি।
Munny Mohosin:ভাই তাহলে তুমি বলো আমাদের ব্যাবসায় যাদের ক্যাপিটাল মোটামুটি তাদের কি করা উচিত?
সৌভিক: যারা বলছেন বা ভাবছেন আপনি নিউ কি দিয়ে শুরু করবেন?
আমি বলবো নাম পছন্দের সময় আগে ডোমেইন চেক করুন।ব্যাবসা শুরুর আগেই ডোমেইন কিনতে হবে।
তারপরে সেই নাম দিয়ে একটা লগো বানান, ফ্রীর চিন্তা বাদ দেন।ব্যাবসা কি মানুষ কে ফ্রী দিবেন?নাকি আপনার পন্যের কোয়ালিটি কমা যে কম দামে চাইবেন?
এবার আপনার পেইজে ব্যানার বানাতে হবে যেটা আপনার ব্যাবসাকে সম্পূর্ন রুপে প্রেজেন্ট করে।
তাহলে মুল ব্যাপার টা কি দাঁড়ালো?
Pinks Doll: দোকান যেমন গোছাতে হয় তেমন আগে পেইজ গোছাতে হবে।পেইজে কাজ করিয়ে সুন্দর সুন্দর করে কন্টেন্ট সাজিয়ে Afsana Mim আপুর মত সেজে বা সাজিয়ে ছবি ও কন্টেন্ট দিতে হবে।চাইলে Arifa Hossain এর মত ও দিতে পারেন।
Daisy Nur আপুর মত নতুন নতুন শিপমেন্টের প্রোডাক্ট গুলিকে আস্তে আস্তে পরিচয় করাতে হবে কাষ্টমারের সাথে।
সৌভিক: একটা ছোট্ট উদাহরন দিই – Tania Rahman এর Tani’s Kingdom পেইজে হোম মেইড ফুড ডেলিভারি করার ইচ্ছা পোষন করে রোযার ঈদের আগে থেকে তিনি কন্টেন্ট বানিয়ে ছেড়েছেন।
ভিডিও দিয়েছেন আর ঠিক তার ২ মাস পরে প্রথম ঈদ সামনে রেখে দই সেল করার এড দিয়েছেন।এবং কোন প্রকার পোষ্ট বুষ্টিং ছাড়ায় ৫৯৭.২ কেজি দই তিনি ১৭ দিনে সেল করেছেন।
কোন বিজনেসের সফলতায় আসলে রকেট সায়েন্স না, ধৈর্য ধরুন প্ল্যানিং করুন সফলতা আসবেই।তবে ঐ যে টেকনিক্যাল ভাবেন।
শুভ কামনা সবার জন্য।
সৌভিকফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ ICT CARE