স্বপ্ন যখন উদ্যোক্তা হবো পর্ব-২১

টপিকঃ ফেসবুক পেইজ/পোষ্ট বুষ্টিং এর A-Z পর্ব০১

ফেসবুক পেইজ বুষ্টিং নিয়ে মাথায় চিন্তার অন্ত নেই Ferdousi Akhter এর।এদিকে Rupa Dorothy এর ও চিন্তা হয়ে গেছে যে পোষ্ট বুষ্ট করবো নাকি পেইজ?সব মিলিয়ে আবারো সৌভিক কে কল দিলো Farhana Afroz Tonni আপু
দ্রুত আসতে হবে এবং আজ ই আমাদের এই বিষয়ে জানাতে হবে।
সৌভিক শুরু করার আগেই Yemeni Ibnul ভাই আর Jubaer Noman ভাই জানালো কাএর কাছে মুখ নিয়ে যে ভাই পর্ব ভাগ করে বলেন নইলে আবার অনেকেই বুঝতে পারছে না।

কি আর করা আমি বললাম প্রশ্ন শুরু হোক।
Lipika Talukder দিদির প্রশ্ন – ফেসবুকে বুস্ট করার আগে কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে? সৌভিকঃ বর্তমানে অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলেও ফেসবুক আমাদের কাছে খুব জনপ্রিয়!! বর্তমানে সবধরনের ব্যাবসার সিংহভাগ বিজ্ঞাপন দেওয়া হয় ফেসবুকে কারন খুব কম সময়ে একসাথে অনেক লোকের কাছে পৌছানো যায়।প্রফেশনাল ভাবে ফেসবুক মার্কেটিং আপনার অনলাইন বিজনেসের সফলতার গল্পকার হতে পারে। ফেসবুকে বুস্টিং এ সফলতার ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করে তবে প্রফেশনাল বুস্টিং বেশি ভূমিকা পালন করে।
এই আর্টিকেলে ফেসবুক বুস্ট নিয়ে আলোচনা করবো।
Azrin Priyanka বলে উঠলেন আরে মিয়া আলোচনা করবেন কি নিয়ে তাই তো জানলাম কিন্তু কি কি বলেন-
সৌভিকঃ আলোচ্য বিষয়ঃ

1 ফেসবুক বুস্ট করার আগে কি কি জানতে হবে??
2 কীভাবে বুস্ট করবেন?
3 কার মাধ্যমে করবেন??
4 কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করাবেন নাকি নিজেই করবেন??
5 যদি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করান তাহলে আপনার কী করনীয় আছে??
6 বুস্টিং খরচ কত হয়ে থাকে আসলে??
7 বর্তমানে অনেকেই কমদামে বুস্ট করিয়ে থাকে তাদের মাধ্যমে করাবেন নাকি?
Daisy Nur– ফেসবুক বুস্ট করার আগে কি কি জানতে হবে??
সৌভিকঃ বাংলদেশে অনেকেই আছেন যারা প্রফেশনালভাবে ফেসবুক মার্কেটিং করে তবুও সেল বা লিড কম সংখ্যক আসে। এর প্রধান কারণ অনলাইন বিজনেসম্যান। অনেক সময় দেখা যায় কনটেন্ট ভাল মানের হয় না। কল টু অ্যাকশন এর ভুমিকা থাকে নাই বললেই চলে।
8 বুস্ট শুরু করার আগে খুব সুন্দর ও চোখে পড়ার মত একটি ইমেজ ডিজাইন করে নিন।
9 মনে রাখবেন ইমেজে ২০% এর উপর যেন লেখা না থাকে।
10 যদি পেজ বুস্ট করেন তাহলে ডেসক্রিপশনে ৯০ ক্যারেক্টারের বেশী না লেখাই ভালো।
11 যদি কোন পোস্ট বুস্ট করেন তাহলে ডেসক্রিপশনে ইচ্ছামত লেখা দিতে পারবেন তবে ডেসক্রিপশন এমনভাবে দিবেন যাতে ভিজিটরের রিডমোর এ ক্লিক করে পড়তে না হয়।
12 প্রথমেই বুস্টের জন্য অল্প বাজেট দিয়ে শুরু করুন তারপর যদি ইম্প্রেশন ও রিচ ভালো আসে এবং আপনার সেল হয় তাহলে বাজেট বাড়িয়ে দিন।
13 আপনার টার্গেট এরিয়া ও টার্গেট কাস্টমার সিলেক্ট করে নিন আগেই।
Madhurjo Marshad– কীভাবে বুস্ট করবেন??
সৌভিকঃ বুস্ট করার জন্য আপনার অবশ্যই ফেসবুক একাউন্ট থাকতে হবে এবং পেজ বা গ্রুপ থাকতে হবে!! এবিষয়ে আপনি জানেন তাই আলোচনা করছি না।✔️ তবে আপনার পেজটিকে অবশ্যই ভালোভাবে সাজিয়ে নিবেন যেমনঃ পেজের এবাউট সেকশন, যোগাযোগ, বিজনেস টাইপ, ক্যাটাগরি সহ যাবতীয় বিষয়াদি সঠিকভাবে সাজিয়ে নিবেন, নিজে না পারলে অবশ্যই একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের সাহায্য নিন।
14️ বুস্ট যদি আপনি নিজে করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ক্রেডিট কার্ড / মাস্টার কার্ড / ভেরিফাইড পেপ্যাল একাউন্ট থাকা লগবে!! এক্ষেত্রে মনে রাখবেন বাংলাদেশ থেকে পেপ্যাল এ্যালাউ করে না তাই ফেসবুকের অনেক চমকপ্রদ ভেরিফাইড পেপ্যাল একাউন্ট সেলের বিজ্ঞাপন দেখে একাউন্ট কেনা থেকে বিরত থাকুন।
Priyanka Basak– কার মাধ্যমে করাবো?আমাদের দেশের অনেকেই নিজে নিজে বুস্ট করতে চান!! এটা অবশ্যই ভালো যদি আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো বুঝে থাকেন। আপনি যদি ফেসবুক মার্কেটিং স্ট্র‌্যাটিজি নিয়ে স্টাডি করে থাকেন তহলে অবশ্যই নিজের বুস্ট নিজে করবেন। আর যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে না জেনে থাকেন কিন্তু আপনার কার্ড বা বুস্ট করার প্রিপেইড ব্যালেন্স থাকে তাহলে একজন এক্সপার্টের সহযোগীতা নিন।তবে অবশ্যই ফেসবুক প্রতারক চক্র থেকে সাবধান!!
N Sayem ভাইজান তাইলে বুঝবো কীভাবে যে কারা প্রতারক?
Sunjida Hossain Lima আপু বলে উঠলেন সৌভিক এই পর্যন্ত থাম। আবার রাতে বলিস
ইনশাআল্লাহ পরের অংশ রাতে পাবেন।শুভ কামনা সবার জন্য।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *