স্বপ্ন যখন উদ্যোক্তা হবো পর্ব-২২

টপিকঃ ফেসবুক পেইজ বুষ্টিং এর A-Z শেষ পর্ব।
Rupa Dorothy এর প্রশ্ন হলো আগের বার বুষ্ট করেছিলাম তেমন ভালো হয় নি।এবার করলাম অনেক রেসপন্স আসছে কিন্তু আমি হিমশিম।কি এমন রকেট সায়েন্স করেছেন সৌভিক ভাই বলেন তো?
Sunjida Hossain Lima আপু ডাক দিলো সৌভিক ক্লায়েন্ট রাখ সবাই ওয়েট করছে এইদিকে বাকী অংশ দিয়ে যা।
Yemeni Ibnul ভাই জানালেন ভাই সেই বিটিভির আমলের আলিফ লাইলার মাঝে বিজ্ঞাপন দিলে যেমন ফিলিংস হতো আপনার লেট হলে সেই ফিলিংস হচ্ছে ।
N Sayem ভাই হাটে হাড়ি ভাঙ্গার মত করে বলে দিলেন একটা কোকাকোলা হবে?
হলেই সৌভিক ভাই শুরু করে দিবেন।
সৌভিকঃ তা ভাই যা বলেছেন, আপনার ভাবী মাত্রই অফিসে পিতজা দিয়ে গেলেন আর সেটা খেয়ে কোকাকোলা লাগেই। Sharmin Akter আপু আবার ঘুমিয়ে যাবেন বলে তোড়জোড় লাগালেন।
সৌভিকঃ প্রশ্ন শুরু করেন।
Ferdousi Akhter আপু- ফেসবুক বুস্টিং প্রতারক কারা??
সৌভিকঃ আপনি ফেসবুকে কিছু বিজ্ঞাপন দেখবেন যে তারা মাত্র ৮৫ টাকায় বুস্ট করে দিচ্ছে!! আবার আপনার ইমেজ ডিজাইন করে দিচ্ছে!! আরো কত কি দিচ্ছে?? একটু নিরপেক্ষভাবে চিন্তা করুন তারা কেন আপনাকে এত সুবিধা দিচ্ছে??
Lipika Talukder দিদি- এটা তাদের ক্লাইন্ট ধরার স্ট্র‌্যাটেজি আপনি বলার কে??
সৌভিকঃ আমার উদ্দেশ্য আপনাকে সতর্ক করা।একটু ভাবুন!! কেউ যদি বাংলাদেশী কোন ব্যাংকের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড দিয়ে বুস্ট করে তাহলে তার ডলার কেনাই পড়ে সাধারণত ৮৪-৮৫ টাকা করে তার উপন তার আবার ব্যাংকে যাতায়াত খরচ আছে! তাহলে কীভাবে তারা ৮৫ টাকায় বুস্ট সার্ভিস দেয়??
এছাড়া, যদি কেউ পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে বুস্ট করে তাহলেও তার সেম খরচ হয় বরং বিভিন্ন সময়ে পেওনিয়ার ডলার রেট ৯০ টাকাও হয়ে থাকে তাহলে এরা আপনাকে কীভাবে ৮৫ টাকায় বুস্ট করে দেয়??আর আম্নি তো আগেই বলেছি বাংলাদেশ থেকে পেপ্যাল সাপোর্ট করে না!!
সুতারং, Adv Esmatulla Lucky উকিল ম্যাডাম ম্যাটার তো ক্লিয়ার নাকি?
Shila Chakraborty– তাহলে এরা করেটা কি??
সৌভিকঃ তাহলে আসুন ঘোমরটা জেনে নেই!! ফেসবুকে যখন কেউ এড একাউন্ট এক্টিভ করে কোন কার্ড দিয়ে ফেসবুক তখন তাকে ২৫ ডলার লোন দেয় বুস্ট করার জন্য! এরপর ২৫ ডলার পে করলে ৫০ ডলার লোন দেয় এভাবে ফেসবুক একটা সময়ে তাকে ৭৫০ ডলার লোন দেয়! এই প্রতারক চক্র সর্বশেষ ৭৫০ডলার আর ফেসবুককে পে করে না তাহলে তাদের লাভ কত? ৭৫০*৮৫=৬৩৭৫০ টাকা!! আর এদের কোন লস নাই কারন এরা এই ৭৫০ ডলার লোন পাওয়ার জন্য আপনার আমার কাছ থেকে ৮৫ টাকা করে নিয়ে ফেসবুকেকে আগের লোন দিয়ে দিছে! এখন আপনি বলতে পারেন সে প্রতারণা করলে করছে এতে আপনার ক্ষতি কি??
Arifa Hossain– সাজুগুজু বাদ দিয়ে বলে উঠেছেন, হায় রাব্বা এরা কি ট্যালেন্ট।
Tasnia Ruhani ম্যাডাম- এই সব প্রতারকদের মাধ্যমে বুস্ট করালে আমার কি কি ক্ষতি হতে পারে??
সৌভিকঃ

1 ফেসবুক আপনার পেজটি আনপাবলিশ করে দিতে পারে।
2 পরবর্তীতে আপনার নিজের একাউন্ট বা অন্য কারো একাউন্ট থেকে এই পেজে বুস্ট করাতে গেলে সেই একাউন্ট। ফ্ল্যাগ বা ফেসবুক বুস্টিং সিস্টেম বন্ধ করে দিবে!
3 আপনার পেজের রিচ কমে যেতে পারে।
4 অন্য কেউ আপনার পেজের বুস্ট করতে গেলে তার একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে!
Jannat Ara Tania– যদি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করান তাহলে আপনার কী করনীয় আছে??
সৌভিকঃ

4 যদি আপনি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে বুস্ট করান তাহলে অবশ্যই তাদের বিশ্বস্ততার ব্যাপারে ক্লিয়ার হয়ে নিন।

5 তারা কি ঐ প্রতারক চক্রের কিনা সে বিষয়ে খোঁজ খবর নিয়ে নিন।

6 শুধুমাত্র কারো পেজের রিভিউ দেখেই তার সার্ভিস নিতে যাবেন না কারন এখনকার দিনে রিভিউ কিনা যায়!
7 তাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে এমন কারো কাছ থেকে খোঁজ খবর নিন।
Hosneara Shahin Lanka– বুস্টিং খরচ কত হয়ে থাকে??
সৌভিকঃ প্রতারক চক্রের সদস্যরা সাধারনত ৬০-৮০ টাকা বা ৮৫ টাকায় বুস্ট করে থাকে আর প্রফেশনালরা ৯০ টকায় করে থাকে আবার যারা আরো বেশী এক্সপার্ট তারা ১০০ টাকার নিচে করে না।
Madhurjo Marshad– এই যে শোনেন এখানেই শেষ করেন।আর ইনবক্স টা চেক করেন।ক্লায়েন্ট দের কাজের টাইম এখন। আপাতত বিদায় নেন।
সৌভিক- হায় আল্লাহ, ম্যাডাম আপনাকে একটু বলেছি বলে এভাবে সবার সামনেই?আমার কোকাকোলা দেন প্লীজ।
শুভ কামন আসবার জন্য।
সৌভিক-কাজ করছি ই-কমার্স ও এফ-কমার্স নিয়েফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *