স্বপ্ন যখন উদ্যোক্তা হবো পর্ব-০৮

Sunjida Hossain Lima আপু তার Sanjida’s Food Station পেইজে ওনার তৈরি করা দারুন দারুন কেকের ছবি সহ পোষ্ট করেছেন।
ওমা এই জিনিস টা আবার Nadira Rahman Dipu আপুর সামনে এসেছে।
ওনার ছেলে বলছে আম্মু আমি এই কেক টা খাবো।
আপু বেশ চিন্তিত আরে এই আপু কে তো আমি চিনি না তাহলে আমার ফেসবুকে আসলো কেন?

এদিকে Lipi Chowdhury এর রান্না করা খিচুড়ি চলে গেছে Gm Kowsar ভাই এর লাঞ্চ টাইমের আগে আগেই ওনার ওয়ালে।
ক্ষুধা আর পায় কে।
উনি ও ভাবছেন এই সুন্দর খিচুড়ি বানাচ্ছেন টা কে?
আর আসলো ই বা কীভাবে?

ওনারা এবার একত্রিত হলেন Madhurjo Marshad Tasnem Binte Mahbub Sabrin Rahman Monira Fardouse
এর সাথে।
এখন সবাই মিলে বসেছেন যে কেন ওনাদের পোষ্ট গুলি চলে আসছে এই ওয়ালে।

এদিকে এই নিয়ে সবাই মিলে একত্রে বসে ডাক দিলেন সৌভিক ভাই কে।

স্বপ্ন যখন উদ্যোক্তা হবো।
টপিক: ফেসবুক পেজ পোষ্টের বুষ্টিং নিয়ে আলোচনা।
নতুনদের জন্য সম্পূর্ন গাইডলাইন পর্ব-০৮

প্রথমেই Daisy Nur আপু জিজ্ঞাস করছেন ভাইজান আমার পেইজে ও তো কাজ করেছি কিন্তু এমন তো হয় না।

সৌভিক: আপু ওনারা পেইজ এর পোষ্ট কে বুষ্ট করেছেন টাকা দিয়ে তাই আপনাদের কাছে এসেছে।

Arifa Hossain এর প্রশ্ন, ভাইয়া এই পোষ্ট বুষ্ট করতে কেমন টাকা লাগে?

সৌভিক: আপু আপনি মিনিমাম ৫ ডলার দিয়ে পোষ্ট বুষ্ট করতে পারবেন।
আর সেটা দিনে মিনিমাম ১ ডলার করে খরচ হবে।

Rakifa Akter Ratna ম্যাডাম জিজ্ঞাস করলেন বাবা আমি যদি ৫ ডলারে বুষ্ট করি তাহলে কত মানুষ দেখবে?

সৌভিক: আন্টি আসলে এটা ডিপেন্ড করছে পেজের কোয়ালিটির উপরে।
তবে ধরুন মিনিমাম ১৫০০০+ রিচ হবে।

Arifa Awal আপুর এর প্রশ্ন আচ্ছা ভাইয়া পেইজে তাহলে লাইক কেমন আসবে?

সৌভিক: আপু রিচ করানোর গ্যারান্টি দেয়া গেলেও লাইকের গ্যারান্টি ডিপেন্ড করে কিসের পেইজ
কি টাইপের কন্টেন্ট, আর কেমন গোছালো পেইজ তার উপরে ডিপেন্ড করে বাট আপনি ১০০০+ লাইক ধরতে পারেন।

Asif Abdullah এর প্রশ্ন, দোস্ত আমাকে একজন বললো ডলার রেট ৭০ টাকা মানে ৩৫০ টাকায় পেইজ বুষ্ট করে দিবে এটা কি সঠিক?

সৌভিক: আসিফ বর্তমানে ডলার রেইট ৮৪.৪৭ পয়সা আর মাষ্টার কার্ডের একটা বাতসরিক চার্জ ও আছে।
তাহলে তুই নিজে ভাব কীভাবে ৩৫০ বা ৪০০ টাকায় দিবে?

আসলে এখানে কিছু ব্যাপার থাকে যেমন, Age restriction, area choice. reach এসবে কারচুপি করা যায়।
ধর কেউ তোকে বললো আপনার পেইজে এত রিচ করিয়ে দিব ৩৫০ দিবেন।
আর এত লাইক করিয়ে দিব ৩৫০ দিবেন।
মোট কত হলো?

মাধুর্য্য মোর্শেদ: ৭০০ টাকা।

সৌভিক: কিন্তু আদতে ঐ দুইটা কাজ কিন্তু একবারে ই করা যায়।
মানে ৫০০ টাকায়।
তাহলে আপনাকে ভুগোল দিয়ে ৫০০ এর কাজে ৭০০ নিলো অথচ আপনি ভাবলেন ৩৫০ টাকায় কাজ করিয়ে এত লাভ করলাম।

মাথায় রাখুন ক্রেতা কোন দিন লাভ করতে পারবে না।
লাভ বিক্রেতা ই করবেন।
তবে ক্রেতার সন্তুষ্টি অর্জন করে সেল করতে পারাই হলো বিক্রেতার কোয়ালিটি।

হঠাত Jakia Tanni আপু বলছেন শোনেন আমার রান্না শেষ।
Jubaer Noman ভাই এরর শুটকি আর Yemeni Ibnul ভাই ইলিশ এনেছেন।
তার সাথে বাকী রান্না করেছেন Priyanka BasakPinks Doll তাই এখন আর আলোচনা নয়।
আলোচনা হবে পরের পর্বে বাকী টা।

অগত্য আলোচনা ভেঙে সৌভিক সহ সবাই খেতে বসে গেলো।
তবে সবাই কিন্তু তাদের পছন্দ মত ই নিলো।
শুধু সৌভিক শুটকি খেলো না।
কারন খেতে পারে না।

সবার জন্য শুভ কামনা।
সৌভিক
কাজ করছি ই-কমার্স ও এফ- কমার্স নিয়ে।

ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার /ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *