স্বপ্ন যখন উদ্যোক্তা হবো পর্ব-10

Madhurjo Marshad ম্যাডামের ডাক শুনে বুঝতে পারলাম আমাদের কমিউনিটি আড্ডা বেশ জমে উঠেছে।
বাসার সামনে কিভাবে সাজানো হবে সেই দ্বায়িত্ব টা Ratnarani DevPriyanka Basak দুই আপু কে বুঝিয়ে রেখেই গিয়েছিলাম বাজারে।
সাথে একটু কো-অর্ডিনেট করতে বলেছিলাম Pinks Doll আপু কে।

দেখলাম বেশ সুন্দর করে সাজিয়েছেন আর বাসায় সামনে গাড়ি টা দেখলাম Razib Ahmed স্যার এর।

এই সময় হঠাত Asif Abdullah ডাক দিয়ে বললো চল চল রান্না শেষ Farhana Afroz Tonni আপু খেতে ডাকছে।

খাবারের পর্ব শুরু হতেই বেশ জমিয়ে শুরু হয়ে গেলো খাওয়া দাওয়া।

এদিকে Arifa Hossain এর এখনো সাজা শেষ হয় নি।
আর এই জন্য Nadira Rahman Dipu আপু বলা শুরু করলো এত সাজের পরে আবার মাইগ্রেন না শুরু হয়ে যায়।

সবার মাঝেই একটা তোড়জোড় দেখা যাচ্ছে।
বেশ সেজে আসছে লোকজন দেখা যাচ্ছে।
Songita Sarkar Sharmin Ashraf Sharmin Dola
Sharmin Akter
সবাই কেই দেখা যাচ্ছে আস্তে আস্তে।

সবার উপস্থিতিতে আর Lipika Talukder দিদি
Sabrin Rahman আপুর কেক
Sunjida Hossain Lima আপুর কেক সব মিলিয়ে বিরাট আয়োজন।

রাজীব স্যার বললেন তাহলে আপনারা শুরু করেন আর আমি আজ চুপচাপ বসে শুনবো।

Daisy Nur আপু বললেন খেতে খেতে ভূলেই গেছি আজ কেন বসলাম আমরা?

সৌভিকের উত্তর আপু
স্বপ্ন যখন উদ্যোক্তা হবো।
নতুনদের জন্য সম্পূর্ন গাইডলাইন পর্ব-১১
টপিক- সোশ্যাল মিডিয়া কমিউনিটি এর ভূমিকা।

একবার ভাবেন তো আমাকে ঠিক ২ মাস আগে কতজন চিনতেন?

আচ্ছা আমাকে Marifa Mukta আর আসিফ ছাড়া এই পোষ্টে যাদের মেনশন করেছি তাদের কেউ আমায় চিনতো না ইভেন জানিতো ও না আমি কে বা কি নিয়ে কাজ করি।

অথচ এখন আমি আপনাদের অনুপ্রেরনায় লিখি।
আমার ব্লগ সাইটে বাদ দিয়ে DSB তে লিখি।
কারন কি জানেন?

কমিউনিটি

আচ্ছা এই উই আর ডি এস বি কিংবা সার্চ ইংলিশ যদি না থাকতো তাহলে কি আমরা এত কিছু এত সহজে জানতে পারতাম?

হাজার হাজার পোষ্ট
লক্ষ লক্ষ মানুষের ভীড়ে আপনার একটা আইডেন্টিটি তৈরি করতে হলে তো আপনাকে কমিউনিটি বাড়াতে হবে।

যেমন ধরুন Harley Queen ম্যাডাম মাত্র একটা পোষ্ট পড়েছেন আমার।
আবার সেটা এনালাইসিস করে একটা পোষ্ট ও করে দিলেন আমায় মেনশন করে।

আমি ওনাকে ভালো করে চিনে নিলাম।

উনি এড দিলে আমি দেখতে পেলাম উনি একজন ডেন্টিষ্ট।

কীভাবে?

ওনার প্রোফাইল লক থাকলে আমি জানতাম ও না।
আবার আমি একসেপ্ট ও করতাম না।
কেননা ওনার যদি এত সিকিউরিটি থাকবে তাহলে আমার ও থাকা উচিত।

এবার Jannat Ara Tania আপু হয়তো জিজ্ঞাস করলো ভাইয়া আইডির সিকিউরিটি বাড়াতে তো প্রোফাইল লক থাকতে হবে।

সৌভিক- নাহ
সেটা ই উপায় না, উপায় আছে যারা জানেন না আমায় ইনবক্স করবেন আমার টিউটোরিয়াল দিয়ে দিব।
আর যে উপায় গুলি আমরা অবলম্বন করতে পারি সেগুলা হলো।

= পোষ্ট গুলি পাবলিক না করে Only Friend করতে পারেন।
= প্রোফাইল ইমেজ টা লক করে দিতে পারেন।
= ছবির এলবাম গুলি আপনি Only Friend করতে পারেন।

একটা জিনিস ভাবুন দোকানী যদি নিজের পরিচয় জানাতে কার্পন্য করে তাহলে তার কাছে থেকে পন্য কি কিনবেন?

হঠাত মৌ মনি আপু জিজ্ঞাস করলেন ভাইয়া ফ্রেন্ড রিকুয়েস্ট দিতে তো খারাপ আর লজ্জা দুইটায় লাগে।
কি করবো?

সৌভিক: জীবনে চলার পথে আমাদের সকলের একটা সার্কেল বানিয়ে চলতে হবে বা চলা উচিত।
আর তাই আপনার সার্কেলে কারা থাকবে সেই সীধান্ত আপনার।

ফেসবুক প্রোফাইল কিন্তু আপপনার গ্লোবাল সিভি, তাই এটাকে খুব সুন্দর ভাবে সাজান যেন যে কেউ এই সিভি দেখে ইম্প্রেস হয়।

পোষ্ট শেয়ার না করে কপি করে নিজের টাইম লাইনে দিন।
নিচে লিখুন কপিড ফ্রম বা কালেক্টেড ফ্রম সেই ব্যাক্তির নাম।

শেয়ার হলো নিজের জন্য আর পোষ্ট হলো সবার জন্য।
আপনার শেয়ার করার অর্থ আপপনার ভালো লেগেছে তাই।

এটা বুঝতে হবে।

তাই শেয়ার করুন নিজের জন্য।

Jubaer Noman ভাই এর প্রশ্ন হলো ভাইয়া আমরা আইডিতে অন্য নাম দিলে কি সমস্যা?

সৌভিক: আপনার আইডির নাম আর আপনার নাম যদি একই না থাকে তাহলে তো সমস্যা।

Ankhi Dutta দিদি কেই জিজ্ঞাস করুন লিপি ম্যাডামের নাম কেন চেঞ্জ করালাম আমি।

Yemeni Ibnul Hasna Yeasmin Zumur আপুর প্রশ্ন হলো
ঐ এঞ্জেল পরি,রোদেলা দুপুর এইসব হলে তো ভালো হয় একটা ফেইক আইডি অনেক ফ্রেন্ড সেটা দিয়ে ব্যাবসা করবো।

সৌভিক: ধরুন Apex যদি Arex হয় তাহলে কি হবে?
মানুষ যাবে?

উত্তর সব আমাদের মাঝেই আছে।
শুধু প্রশ্ন করে নিজেকে খুঁজে বের করতে হবে।

Jerin Tithi আপু হঠাত বললেন Marin Naznin আপু আমাদের আলোচনা আজ চলতেই থাকবে তাই এখন হয়তো একটা ব্রেক দেয়া উচিত।

ব্রেকের পরে আবারবার নতুন পর্বে সকলের প্রশ্ন নিয়ে আলোচনা করা যাবে।

সৌভিক: তাহলে আপনারা সবাই মনের মধ্যে সোশ্যাল মিডিয়া কমিউনিটি নিয়ে যা প্রশ্ন আছে লিখে ফেলুন কমেন্টে।

আমি পরের পর্বে উত্তর দিব ইনশাআল্লাহ।

সকলের জন্য শুভ কামনা রইলো।

সৌভিক
কাজ করছি ই-কমার্স ও এফ-কমার্স নিয়ে
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *