Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
টপিক: কীভাবে করবেন একটি প্রফেশনাল লগো ডিজাইন।
সকাল বেলার নাস্তাটা Farhana Afroz Tonni আপু দারুন তৈরি করে এদিকে Lipika Talukder এর take off food এর সকালের নাস্তার খিচুড়ি যেন ট্রেড মার্ক প্রোডাক্ট।
আবার Sunjida Hossain Lima আপুর লাহোর ডেসার্ট কিংবা কাষ্টমাইজ কেক তো মাশআল্লাহ।
সকলের রান্নার পিছনে আবার অথেনটিক মশলার যোগানদাতা Rakifa Akter Ratna ম্যাডাম।
এত স্বাদের খাবার গুলি খেতে গেলেই বেশ গাঁটের পয়সা খরচ করতে হচ্ছে।
এত টাকা ওনাদের না দিয়ে সৌভিক চিন্তা করলো ওনাদের সবার কাছ থেকে রেসিপি টা জেনে নিই।
তাহলে তো নিজেই বানানো যাবে।
টাকা বেঁচে গেলো।
এদিকে Yemeni Ibnul এর শাড়ি পাড়ার শাড়ির কোয়ালিটি দেখে চিন্তা করলাম যেহেতু Madhurjo Marshad ও এইসবের ব্যাবসা করছেন আবার আমায় IT এর কাজের দ্বায়িত্ব দিয়েছেন তাই ওনাকে শিখিয়ে দিই কৌশলে শাড়িপাড়ার শাড়ি গুলি কোথা থেকে কেনা হয় তার খোজ নিয়ে নিতে।
আমার আইডিয়া গুলি কেমন বলেন তো?(কমেন্টে বইলেন)
ইদানিং ইনবক্সে সব থেকে বেশি পাওয়া প্রশ্নের একটি হলো লগো ডিজাইন টা কীভাবে করবো ভাইয়া একটু বলবেন প্লীজ।
যেহেতু উই আর ডি এস বি এর জন্য রয়েছে অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা।
তাই এইখান কার সবাই কে খুব বিশ্বাস করতে ইচ্ছা করে আবার সাহায্য ও করতে ইচ্ছা করে।
কিন্তু উপরের মানুষ গুলির কাছে রেসিপি জিজ্ঞাস করা আর আমার কাছে এই প্রশ্ন করা টা সমান বলেই মনে হয় আমার কাছে।
যাদের এই সকল প্রশ্ন ছিলো ততাদের জন্য উত্তর:
এর আগে আমার ৮ টি পোষ্ট আছে লগো নিয়ে সেগুলি পড়বেন আর আজকের পোষ্ট টা পড়বেন।
এমন কোন বিখ্যাত কোম্পানি বা ব্রান্ড দেখেছেন যাদের কোন লোগো নেই?
এরকম প্রশ্ন করাটা যদিও অবান্তর, কেননা লোগো ব্যতীত কখনও কোন ব্রান্ড কল্পনা করা যায় না। লোগো যেকোন কাস্টমারের উপর বিরাট প্রভাব ফেলে। আপনার পণ্য কিংবা সেবার প্রচার বহুগুণে বৃদ্ধি করতে পারে একটি লোগো।
তাই, আপনাকে অবশ্যই প্রফেশনাল লোগো ডিজাইন করার চিন্তা করতে হবে, যেনতেন একটা লোগো হলেই হবে না।
পৃথিবীতে কোম্পানির যেমন অভাব নেই, তেমনি অভাব নেই লোগোর। তবে মানুষ সাধারণ লোগোর থেকে অসাধারণ লোগোর কথাই বেশী মনে রাখে।
যেমন: গুগল, কোকাকোলা, এলজি, বিএমডব্লিউ, টয়োটা, অ্যাপেল ইত্যাদি।
পৃথিবীর বিখ্যাত কোম্পানির বিখ্যাত যত লোগো তার প্রত্যেকটি লোগোর ডিজাইন দেখে আপনার কাছে সাধারণ মনে হতে পারে।
কিন্তু এসব লোগো তৈরি করতে কোম্পানিগুলোর যেমন কাড়ি কাড়ি টাকা খরচ করতে হয়েছে, তেমনি ডিজাইনারদেরও মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে।
প্রফেশনাল লোগো ডিজাইন
লোগোর নাম শুনলে আপনার মনে হতে পারে শুধুমাত্র কিছু শেপ তথা বৃত্ত, ত্রিভুজ কিংবা বক্স তৈরি করলাম, তারপর কোম্পানির নাম দিয়ে দিলাম এবং অবশেষে সুন্দর একটি লোগো তৈরি করে ফেললাম।
যদিও এইভাবে ডিজাইন করলেও লোগো হবে, তবে এই লোগোকে আপনি আর যায় হোক প্রফেশনাল লগো বলতে পারেন না, ইভেন এগুলি মানুষের মনেও জায়গা করতে পারে না।
যদি আপনি ইউটিউব ঘাটেন তাহলে সেটা দেখে ও আপনি লগো ডিজাইন করতে পারবেন।
কিন্তু একটা ব্যাপার আপনারা যারা ইউটিউব ঘেটে কেক বানাবেন দেখবেন আপনার বানানো কেকে স্পঞ্জ হচ্ছে না কিন্তু যারা বানাচ্ছেন তাদের হচ্ছে।
তাই চ্যানেলে যখন ভিডিও দেয়া হয় তখন কিছু আকর্ষন রেখেই এবং কিছু গোপনীয়তা রেখেই দেয়া হয়।
ইভেন আমি ও ICT CARE এর চ্যানেলে এমন টাই করি।
লগো ডিজাইন করতে কি সফটওয়্যার বা এপস লাগে?
লগো ডিজাইন করতে গেলে Adobe Illustrator সফটওয়্যার লাগবে।
এটার যেকোন ভার্সন দিয়ে কাজ করলেই হবে।
তবে আমি কাজ করি Ai CC 2020 দিয়ে।
তাই আমি এটাই প্রিফার করবো।
কেমন কম্পিউটার দিয়ে করতে পারবেন?
যেকোন কম্পিউটার দিয়ে পারবেন।
কিন্তু ব্যাপার হলো সফটওয়্যার এর কর্মদক্ষতায়, যেমন আমার টার জন্য মিনিমাম 4 GB Ram এবং 2 GB গ্রাফিক্স ওয়ালা কম্পিউটার দরকার হবে।
নাহলে হয়তো চলবেই না।
কেমন সময় লাগবে?
এটা ডিপেন্ড করে আপনার চিন্তা শক্তি ও ক্রিয়েটিভিটির উপরে।
মোবাইলে ইদানিং কিছু ফ্রী এপস দিয়ে লগো বানানো যায়।
ঐ গুলা দিয়ে এক ঘন্টা ও লাগবে না।
তবে ভালো কাজে সময় লাগবেই।
আমার তো একটা লগোতে স্কেচ করতেই সময় যায় ১ দিন আর কনসেপ্ট তৈরিতে যায় একদিন মিনিমাম।
আজকের পরবর্তী পোষ্টে বাকী অংশ আমি দিয়ে দিব।
আশা করছি আপনারা উপকৃত হবেন।
পরের পোষ্ট পাবেন রাতে।
শুভ কামনা সবার জন্য।
সৌভিক
কাজ করছি এফ-কমার্স ও ই-কমার্স নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও – আই সি টি কেয়ার /ICT CARE