স্মার্টফোন কেনার আগে যে বিষয়ওলি জানা জরুরি পর্ব-০২

অনলাইনে ব্যাবসা করতে গেলে সবচেয়ে বেশি দরকার হলো মোবাইল এবং ল্যাপটপ এর।যেহেতু ল্যাপটপ নিয়ে লিখছি তাই ভাবলাম স্মার্টফোন নিয়ে ও একটু লিখি।বর্তমান সময়ে স্মার্টফোন কোনো বিলাসিতার পণ্য নয়। বরং এটি বর্তমানে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় অংশে পরিণত হয়েছে।তাই স্মার্টফোন কেনার আগে এ বিষয়ে কিছুটা হলেও ধারণা থাকা উচিত যে আমরা কোন কোন দিক গুলি খেয়াল রেখে কিনবো মোবাইল টি।

আপারেটিং সিস্টেম

আপনি যদি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনি কোন অপারেটিং সিস্টেমের স্মার্টফোন কিনবেন সেটা নিয়েও ভাবতে হবে। স্মার্টফোনের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ।অপারেটিং সিষ্টেম কি?অপারেটিং সিস্টেম হলো সেই সফটওয়্যার যা ইউজার ও হার্ডওয়ার এর মধ্যে সংযোগ স্থাপন করে।আপনি হলেন ইউজার আর আপনি যে ডিভাইস টা কে টাচ করছেন সেটা হলো হার্ডওয়ার, এবার ভাবুন অপারেটিং সিষ্টেম কত বড় ভূমিকা পালন করে। বর্তমানে স্মার্টফোনে ব্যবহৃত গুগলের অ্যান্ড্রয়েড ওএস এবং অ্যাপলের আই ও এস দুটিই জনপ্রিয়।তবে ব্যবহারকারীর সংখ্যা বিচারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন সবচেয়ে বেশি। এর প্রধান কারণ হলো এটি সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ যেকোন কোম্পানিই এটি ব্যবহার করতে পারবে। গুগলের অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে আপনি আধুনিক সব ফিচারই পাবেন।এই অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন বেশি হওয়ায় প্রায় সকল স্মার্টফোন অ্যাপ ডেভেলপারই এর জন্য অ্যাপ তৈরি করে থাকে।এবারে আমরা অ্যাপলের আই ও এস এর দিকে তাকায়। অ্যাপলের এই অপারেটিং সিস্টেমও জনপ্রিয়; তবে এর ব্যবহারকারীর সংখ্যা গুগলের অ্যান্ড্রয়েডের চেয়ে তুলনামূলক কম।এর কারণ হতে পারে এটি ফ্রি নয় এবং আই ও এস চালিত অ্যাপলের স্মার্টফোনগুলোর দাম তুলনামূলক বেশি। তবে একটা কথা মানতেই হবে যে এই অপারেটিং সিস্টেম অনেক ফিচার-রিচ এবং এর অ্যাপ স্টোরও অনেক সমৃদ্ধ।এখন বাজারে আপনি নানান ভার্সনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন পাবেন। তবে লেটেস্ট ভার্সনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনাটায় উত্তম। এটা সবসময় মাথায় রাখতে হবে। যদি কোনো কারণে আপনার পক্ষে লেটেস্ট ভার্সনের স্মার্টফোন কেনা সম্ভব না হয়, তাহলে এক ধাপ পুরনো অপারেটিং সিস্টেম নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *