হঠাৎ করেই ফেসবুক এডস আর আগের মত কাজ করছেনা

Meta Andromeda আপডেটের পর অনেকের এড হঠাৎ করে ‘নিষ্প্রাণ’ হয়ে গেছে!
কিন্তু কিছু তাবিজ বিক্রেতা এখনো বলছে — “সব ঠিক আছে!”
আসেন সত্য ব্যাপারটা একটু জেনে নিতে চেষ্টা করি-
“Meta Andromeda” নামের নতুন এআই ইঞ্জিন সব কিছু পাল্টে দিয়েছে!
Meta Andromeda আপডেটের পর এখন অনলাইন বিজনেস ওনারদের আর সাথে অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আর মার্কেটিং এক্সপার্টের রাতের ঘুম নাই হয়ে গেছে।
তবে এতকিছুর মাঝেও আমাদের দেশের কিছু “সবজান্তা” ট্রেইনার আর তাবিজ বিক্রেতা আছে। তারা বলছে—
“এই আপডেটের তো কোনো প্রভাবই নাই!”
আসলে, তারা এখনো বুঝে উঠতেই পারেনি মেটা কি খেলাটা নামাইছে আর কি পরিবর্তনটা আসছে!
শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রায় সব মার্কেটেই এখনো ব্র্যান্ডগুলো এই Meta Andromeda Engine-এর সাথে লড়ছে।
২০২৪ সালের শেষের দিকে মেটা এই এআই ইঞ্জিনটা রোল আউট করে, আর ২০২৫ সালে এসে এটা প্রায় সব এড একাউন্টে অ্যাকটিভ হয়ে গেছে।
এর ফলে হঠাৎ করেই –
– এড ডেলিভারিতে সমস্যা হচ্ছে।
– এডস অপ্টিমাইজেশনে সমস্যা হচ্ছে।
– কাস্টোমার টার্গেটিং নিয়ে বিশাল পার্থক্য এসেছে।
– রেজাল্টের ন্যাচারেও বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে।
– কন্টেন্টের প্রাইওরিটি অনেক বেড়েছে।
– ভিডিও কন্টেন্টের গুরুত্ব অনেক বেড়েছে।
Meta বলছে —
– ROAS নাকি বেড়েছে।
– এড কোয়ালিটি ভালো হয়েছে।
– এড রিকল নাকি ৬% পর্যন্ত বেশি।
অনেক ফ্যাসালিটিজ বেড়েছে আর তার প্রভাব ভালো বটেই তবে এখানে একটা কিন্তু আছে।কিন্তুটা হলো- “ঠিকভাবে ইউজ” করতে জানলে তবেই এই রেজাল্ট পাওয়া যাবে।
আগের মত ৩টা প্রাইমারি টেক্সট, ২টা হেডলাইন আর ২টা ক্রিয়েটিভ দিয়ে বসে থাকলে এখন এড চলবে না ভাই।এখন এই চলবে না মানে হলো পুরো ট্র্যাশ মার্কা রেজাল্ট দিবে ফেসবুক / মেটা।
এখন তাহলে উপায় কি?
– নতুনকরে চিন্তা করতে হবে বিজনেস নিয়ে।
– নতুনভাবে স্ট্র্যাটেজি বানাতে হবে।
– টার্গেটিং ঠিক করার।
– আর এআই ড্রাইভেন অ্যাড শিখতে হবে এবং Ai কে সঠিকভাবে এডাপ্ট করতে হবে।
ভাই যারা বলছেন,এসব আপডেট বলে কিছু নাই তারা আসলে লিজেন্ড আর তাদের কথাগুলি হলো-Jokes apart.
আপনার নিজের ভালোটা যে আগে বুঝবেন,সেই টিকে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *