১০০ দিনের চ্যালেঞ্জ-২য় দিন

১০০ দিনের চ্যালেঞ্জ-২য় দিন

আমি আমার গতকালের লেখা কন্টেন্টে জানিয়েছিলাম, ১০০ দিনের রিডিং চ্যালেঞ্জ নেবার পরে আমার জানা ১ম দিনের গল্প।যদিও আজ আমি একটু দেরি করে ফেলেছি (মুলত অফিসের নতুন সেট আপের জন্য) তবুও আমি জানাতে এসেছি ১০০ দিনের মধ্যে, ২য় দিনে আমি যে কাজ করেছি সেই কাজের মধ্যে থেকে আমি কি কি শিখতে পেরেছি ও বুঝতে পেরেছি সেইগুলিই। ২য় দিনের রিডিং চ্যালেঞ্জ এর মধ্যে Razib Ahmed স্যার বেশি গুরুত্ব দিয়েছেন ইংরেজি শেখার ব্যাপারে। এইখানে যে পোস্ট গুলো স্যার দিয়েছেন সেই পোষ্ট গুলির প্রায় সবগুলিই ইংরেজির সাথে সম্পর্কযুক্ত।
প্রথমেই আছে- সার্চ ইংলিশের রিডিং ক্যাটাগরি পোস্ট গুলো, এই নিয়ে শুধু আমি না, মুলত এই গ্রুপে কিছু স্টার আছেন তারা প্রায় লিখে জানিয়ে দেন সবাইকে এই সম্পর্কে, তাই আমি আর এই সিলেবাস নিয়ে না লিখলেও আপনারা জানেন।
আমার কাছে ভালো লাগার টপিক গুলি হলো-
  • সার্চ ইংলিশের রিডিং সিলেবাস গাইডলাইন- এইটা থেকে যারা নতুন আছেন তারা সহজেই পেয়ে যাবেন গাইডলাইন,
  • সার্চ ইংলিশ কোন অ্যাসোসিয়েশান নয়- আপনারা অনেকেই লক্ষ্য করেছেন স্যার প্রায়ই পোষ্টের মধ্যে কিছু নেগেটিভ ব্যাপার তুলে নিয়ে কথা বলেন, আমি আমার লাইফ দিয়েই এই ব্যাপারগুলি বুঝি।তাই আমার বুঝতে অসুবিধা কেন এই টপিক এইখানে।
  • সার্চ ইংলিশ গ্রুপে ভাল পোস্টঃ ৯ অক্টোবর ২০১৬- এইখানে মোট ১০ টি পোষ্ট আছে, কৌতুহল জাগলেই পরে আসতে পারেন আপনারা।
  • অজুহাত দিয়ে জেতা যায় না- এই লাইন আমরা সবাই বুঝি কিন্তু মানতে চাইনা,তাই যারা পড়তে পড়তে এই কন্টেন্ট চোখের সামনে পাবেন তাদের একবার হলেও অনুপ্রানিত করবে আমার এই কন্টেন্ট।
  • সময় দিন, গুরুত্ব দিন, মনোযোগ দিন- এই তিনের সংমিশ্রনে আপনি নিজেকে বদলে নিতে পারবেন সেই ব্যাপারটি ভালো করেই জানি আমি অ আপনি,কিন্তু মানতে পারিনা।
  • ১৫ সেপ্টেম্বর- ১৪ অক্টোবর ২০১৬: কমেন্ট মাস- স্যার এই সময়ে সবাইকে কমেন্ট করতে বলেন,যার হুবহু অংশ ছিলো এমন – এই এক মাস আমরা দিন রাত কমেন্ট লিখবো। প্রতিটি পোস্টে লেখার কমেন্ট চেষ্টা করবো। না পারলেও যতটা সম্ভব চেষ্টা করবো।
  • শুরু থেকে শুরু হোক
  • সময় ও শ্রম দিতে হবে
  • ভুল নিয়ে টেনশন করবেন না
  • ভয় আর লজ্জা দূর হয়ে ইংরেজি হবে আপনাদের শক্তি
  • প্রতিযোগিতা, অংশগ্রহন এবং সহযোগিতা
এই সেগমেন্টের এই লেখা গুলি বেশ সময় নিয়েই পরেছি এবং বোঝায় চেষ্টা করেছি আমি।
এই সেগমেন্টের আরো একটি অংশ আছে,সেই অংশের আমার কাছে থাকা কি পয়েন্ট গুলি নিয়ে লিখবো একটু-
  • Search English The Game Changer
  • Have a Dream!
  • Believe in Me
  • Shipra Debnath: Against all Odds
  • My Real Struggle, My Real Pain
  • Why do I encourage you so much?
  • Just one Good post a Day
  • Imagine and Dream
  • It’s Your Life, Your Education, Your Career and Your Future: Not Mine
  • The best way to fight against Depression
  • A very long and hard-fought Battle
  • Larger than Life
  • Show me the money, job, freelancing, and business but not the Skill
  • Action Speaks Louder than Words
  • Are you Serious about Your Dream?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *