১০০ দিনের চ্যালেঞ্জ-৬ষ্ঠ,৭ম ও ৮ম দিন

১০০ দিনের চ্যালেঞ্জ-৬ষ্ঠ,৭ম ও ৮ম দিন

অসুস্থতাজনিত কারনে আমি গত তিনদিনের আপডেট দিতে পারিনি,আসলে উঠে বসে লেখা তো দুরের কথা মোবাইলে তাকালেই মাথা যন্ত্রনা বাড়ছে,তাই এভাবে আপডেট দিতে পারিনি কিন্তু পড়েছি।আজ চেষ্টা করছি এইসব বিষয় গুলি সম্পর্কে জানানোর।
৬ষ্ঠ দিনে যা শিখেছি-
এই দিনে পড়েছি পডকাষ্ট নিয়ে, বেশ কিছু টপিক আমার আগে থেকেই জানা,তবে নতুন অনেক কিছুই জেনেছি যা প্রকাশ করতে গেলে আলাদা আলাদা করে কন্টেন্ট লেখা ছাড়া বোঝানো সম্ভব না।
ভালো লাগার কন্টেন্ট গুলি-
  • যে সব বিষইয়ের উপর পডকাস্ট করা যায়
  • পডকাষ্ট ও ক্যারিয়ার
  • পডকাস্ট ও একাডেমীক শিক্ষা। পডকাস্টের মাধ্যমে ছাত্র এবং শিক্ষক কিভাবে উপকৃত হতে পারে।
  • পডকাষ্ট তৈরির প্রধান বাঁধা কি
  • পডকাস্ট কে সকল স্তরের মানুষের নিকট পৌঁছে দিতে করনীয় কি?
  • দুর্ঘটনার সময় পডকাস্ট আমাদের কিভাবে সাহায্য করতে পারে
  • পডকাষ্টের কি কি চ্যালেঞ্জ থাকতে পারে
  • পডকাস্ট ও বাংলাদেশে এর ভবিষ্যৎ সম্ভাবনা
  • পডকাস্ট কি এবং কিভাবে একটি পডকাস্ট তৈরি করবেন, এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।
  • বিশ্বকাপ ফুটবল ২০১৮ নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তৈরি বিভিন্ন পডকাস্টের লিঙ্ক
  • পডকাস্ট শো নোটসঃ বিষয়বস্তু, ব্যবহার ও গুরুত্ব
৭ম দিনে যা যা শিখেছি-
এই ক্যাটাগরিতে মুলত জিরো ক্যাটাগরির পোষ্ট ও ওয়ার্ডপ্রেস সম্পর্কিত পোষ্ট,যা কামরুল ভাই লিখেছেন।
জিরো ক্যাটাগরির পোষ্টের সম্পর্কে মুলত যারা এই কাজ শেষ করেছেন তারা সকলেই জানেন,আর ওয়ার্ডপ্রেস নিয়ে আলাদা কি পয়েন্ট আকারে লিখলেও এইগুলি মুলত নন আইটির জন্য বোঝা কঠিন হয়ে যাবে।
৮ম দিনের লেখাপড়ায় যা শিখেছি-
৮ম দিনের টপিকের অংশ হিসেবে ছিলো ইংরেজিতে লেখা ১০০ পোস্ট। এই কন্টেন্টগুলিতে মুলত কয়েকজনের ইংরেজিতে তাদের নিদারুন দুর্বলতার সম্পর্কে বলা হয়েছে এছাড়াও ইংরেজি না জানার ফলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলো তারা সেগুলিও দেয়া আছে,একই সাথে ওনারা অনেকেই সার্চ ইংলিশ এর মাধ্যমে কিভাবে ইংরেজির দূর্বলতা দূর করেছেন সে সম্পর্কেও লিখেছেন।
উল্লেখযোগ্য কন্টেন্ট গুলি-
  • Letter to Nishi for informing some valuable advice and thinking
  • 6 Day Journey
  • Boiling river
  • Spirit of 1971
  • My Mother
  • The Glorious December has come back
  • Never Bother Other To Develop Own Skills
  • Reading is My Strength
  • This post about Razib Ahmed Sir
  • This post is about the role of the English language in our careers.
  • Don’t care any bad comment
  • Razib sir’s advice from his post
  • Razib Sir like a candlelight

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *