১০ জনের সাথে বসে যা দেখলাম-
বছরের শেষ একটা বিজনেস চ্যালেঞ্জ নিয়েছিলাম আপনারা জানেন।সেখানে আমি ৩০ জন উদ্যোক্তাকে পিক করে তাদের বিজনেসটা এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করবো বলেছিলাম।
সিলেকশন প্রসেস যেটা ছিলো-
১. প্রথম ধাপে আমি উদ্যোক্তাদের পেজটা দেখবো বলেছিলাম।
২. দ্বিতীয় ধাপে আমি একটা বিজনেস কনসাল্টেন্সি করবো বলেছিলাম।
৩. ৩য় ধাপে আমি প্ল্যান দিতে চেয়েছিলাম বিজনেস নিয়ে।
৪. প্ল্যানে রাজী হলেই কাজ শুরু করবো।
রবিবার থেকে আজ পর্যন্ত ১০ জনের সাথে বসলাম।এই সময়ে আমি কমন যে সমস্যা পাচ্ছি-
১. বিজনেস পেজটাই আছে কিন্তু সেটা গোছানো না।
২. বিজনেসের প্ল্যান ঠিক নেই।
৩. প্রোডাক্ট টা কি Red Ocean নাকি Blue Ocean তারা বোঝেন না।
৪. কোন সুত্র ছাড়াই প্রোডাক্ট লাইন বড় করে ফেলছেন এখন সেটা নিয়ে বিপদে।
৫. প্রোডাক্ট কিনেই টাকা শেষ।
মানে মুল কথা হলো- বিজনেসের যে সেট আপ মানে একটা বিজনেসের মুল সিস্টেম টাই নাই।এই অবস্থায় কিভাবে সবাই কাজ করে চলেছেন সেটাই বোধগম্য হচ্ছেনা আমার।
অবশ্য আমি অবাক না,কারন আমি এতদিন ধরে এই উদ্যোক্তাদের সাথে কাজ করে এটা জানিই যে,তাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই।
৩০ এ থাকতে চেয়েছিলেন প্রায় ২০০+ মানুষ অথচ সেই বলে হারিয়ে যাওয়া মানুষের সংখ্যাটা বরাবরের মত কম নয়।
কেন জানেন?
আমি যে ফ্রীতে কাজ করিনা আর আমার মুল ব্যাপার হলো- আমি সব করে দিই না।আপনাকে দিয়ে করিয়ে নিতে চাই।