সময় টা ১০ ই মার্চ ২০১৯,
Razib Ahmed
. স্যার শুরু করেছিলেন ১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট লেখা।
এটার মুল উদ্দেশ্য ছিলো সবাই কে রিডিং ও রাইটিং এর স্পিডে একটু বেশি পারদর্শীতা অর্জন করানো।
স্যার মুলত ৪০০ শব্দের মধ্যে বা তার আশে পাশে পোষ্ট করতে চাইছিলেন কেননা স্যার চিন্তা করেছলেন
যে আমরা হয়তো ২০০ টি শব্দ পড়তে পারবো এক মিনিটে তাই একটি পোষ্ট পড়তে আমাদের সময় লাগবে ২
মিনিট আর সেটার আলোকপাত করতে হয়তো রাইটিং স্পিড ভেরিয়েশনে ৮ মিনিট লাগবে।
মুলত উদ্দেশ্য ছিলো সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে যেন সকলের একটি রিডিং ও রাইটিং স্কিল তৈরি হয়।
আমার যাত্রা শুরু হলো আজ থেকে।
আমার পড়তে সময় লেগেছে ২ মিনিটের একটু বেশি কেননা আমি পড়ি খুব ধীরে ও বুঝে বুঝে আর লিখতে সময় লেগেছে সর্ব সাকুল্যে ৩ মিনিটের মত।
তাহলে আমার গেলো ৫+ মিনিট সময়।
আজ থেযে যাত্রা শুরু করেছি ইনশাআল্লাহ খুব দ্রুত ই আমার টার্গেট ফিলাপ করবো।