হীরা বনাম কাঁচ
হীরার মুল্য অনেক কিন্তু চিনতে পারাটা ফ্যাক্ট।
আজ যেমন সকাল থেকে বন্ধ আছে আমার ম্যাসেঞ্জার নোটিফিকেশন।
অনেক ম্যাসেজের উত্তর আমি দিচ্ছি না, ইভেন দেখছি ও না।
একটা নিদৃষ্ট সময়ের পর থেকে চালু করবো অফিশিয়াল কার্যক্রম এবং সেটা চলবে ও নিদৃষ্ট সময় পর্যন্ত।
একটা সময় দিবো নিজেকে ডেভলপমেন্ট করার পিছনে আর একটা সময় দিব আমার নিজের জন্য।
এটাই আমার কাছে হীরা মনে হয়েছে।
কাল যখন ডাক্তার বন্ধুর চেম্বারে যায় আমার চেক আপের জন্য তখন ও আমায় জানালো তুই মানুষ হিসাবে
শারিরীক ও মানসিক ভাবে ফিট কিন্তু তোর ওয়েট লস করা উচিত।
কাজের প্রেসার আরো বাড়বে অন্তত টিভিতে আর সবার সাথে ছবি তোলার জন্য হলেও স্মার্ট লুক টা ফিরিয়ে নিয়ে আয়।
তখন ই মনে হলো আসলেই তো হীরা বাদ দিয়ে কাঁচ নিয়ে পড়েছিলাম আমি।
নসিবে থাকলে অনেক কাজ আর উন্নতি হবে কিন্তু তার জন্য সব বাদ দিয়ে কাজ নিয়ে পড়ে থাকা যাবে না।
ডিসিশন নিয়েছি রাতেই যে হীরা চিনতে হবে।
আর সেই লক্ষ্যে আমি একটু করে আগ্রযাত্রা শুরু করেছি এই সিকুয়েন্সের মাধমে।
১০ পেরিয়ে এখন ১১ তে।
নিজের মাঝেই একটা ভালো লাগা কাজ করছে।