গ্রুপে আলহামদুলিল্লাহ পরিচিতির পরে অনেকেই বলেছেন যে ভাইয়া আপনি ১০ মিনিট রাইটিং স্কিল এ পোষ্ট কেন করেন না।
আমি প্রথম যেদিন পড়েছিলাম সেদিন থেকেই ভেবেছিলাম যে এটা আসলে হুট করে লেখার মত নয়।
এখানে এটা লিখতে যেয়ে অভিজ্ঞতা লাগবে।
আর সেই অভিজ্ঞতা হলো আপনার কাজের অভিজ্ঞতা।
কারন অভিজ্ঞতা থাকলে আপনার জন্য নিজের আলোকে লেখা টা আরো সৌন্দর্য বর্ধন করবে পাশাপাশি আপনার লেখা ও পড়ার স্কিল ও স্পিডের বেনিফিট তো আছেই।
এজন্য হয়তো আমি অনেকের চেয়ে পিছনে পড়েছি ঠিক ই কিন্তু আমি আসলে ঐ জায়গায় কচ্ছপ হতেই চেয়েছি কেননা টাইপিং স্পিডে যে আমি খরগোশের গতি রাখি আলহামদুলিল্লাহ সেটার ধারনা ও কনফিডেন্স তো আমার আছেই।
আর আমি নিজে একটা জিনিস বলি ও মানি সেটা হলো “খুব সহজেই হাজী, দুইদিন বাদেই পাজী”
আমি খরগোশ ও কচ্ছপের গল্পের শেষ টা জানি অনেকেই হয়তো গল্পের শেষ টুকু জানেন না।
তাই আমি জায়গা বুঝে দুইটায় হতে চাই।