এই লড়াই তে জিততে হবে
আজীবন আমি লড়াই টা চালাই নিজের সাথে অন্তত বলা যায় বোঝার পর থেকেই।
বাচ্চাদের ১ম/২য় হওয়া নিয়ে বলা হয় আর আমি বলি বছরের শুরুতে কিংবা ক্লাসের শুরুতেই নিজের
একটা লক্ষ্য ঠিক করা উচিত আর সেটার পিছনে ছোটা উচিত।
আমি নিজে যেটা করতাম সেমিষ্টারের শুরুতেই তা হলো আমি জানতাম আমার দ্বারা এই পর্বে কেমন করা সম্ভব কেননা
আমি নিজেই তো নিজের স্কিল আর মেধার সব টা সব চেয়ে ভালো বুঝি।
আমার টার্গেট ধরুন ৩.৫০ আর এটা অর্জন করায় আমার চিন্তা।
আমি এটা অর্জনের পরে যদি আমি ক্লাসের সব শেষ ব্যাক্তি ও হই আমার আপত্তি নাই।
কারন আমার লড়াই তে আমি জিতেছি।
পরের বারে আবার টার্গেট আসবে আলাদা উপায়ে।
সদা সর্বদা নিজের সাথে জিততে চেয়েছি আর সেটা করার পরে আমার অবস্থান শেষে হোক চাই প্রথমে আমার কিছু আসে যায় না।
সব চেয়ে নড় ব্যাপার হলো নিজের সাথে জিততে পারা টা।