১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট -১৪

আমার বাবার ১০০ বিঘা জমি নেই
ছোট বেলায় এত বুঝতাম না কারন যেখানেই যায় পারিবারিক ঐতিহ্য আর বংশীয় নাম ই শুনতাম।
দাদার আর বড় বাবার অনেক নাম ই এলাকায় আজো বহমান কিন্তু মোটামুটি ক্লাস ৫/৬ এই বুঝে গেলাম দাদার সম্পত্তি যা
আছে তা তো দাদার ২য় পক্ষের সবাই পাবে।
মানে আমার বাবা বা চাচা দের ভাগ্যে নাই তাই আব্বুকে পরিশ্রম করতেই দেখেছি কিন্তু
সেখানে কোথাও আমার মনের মত হচ্ছিলো না।
তাই কলেজ লাইফেই মাথার মধ্যে ঢুকে যায় ব্যাবসা করার নেশা আর যেটা করবো সেটা গতানুগতিক ভাবে করবো না এটাই ছিলো প্ল্যান।।
একটা জিনিস মেনে চললাম আর চলি ও সেটা হলো যদি আমি মুচি ও হই তাহলেও যেন সেটা সেই লেভেলের হই যাতে সারা দেশ ই আমায় চেনে।
সেই চিন্তা থেকেই ২০১৫ তে ICT CARE এর যাত্রা শুরু করেছি।
তারপরে ২০১৬ তে ICT CARE ইউটিউব চ্যানেল আর ২০১৭ তে এসে ফটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ শুরু।
২০১৮ তে Easysodai এর প্ল্যানিং শুরু করেছিলাম যার বাস্তবায়ন ২০২০ তে।
২০২০ তে আমার ব্লগ সাইট টা ও করেছি যেখানে পাওয়া যায় আমার সকল লেখা।
ঈদের ছুটিতে অফিসের সবাই যখন বাড়িতে তখন আমি নিজেই ডেলিভারি দিতে গেছি।
আমার ছাত্র আমায় ডেলিভারি বয় হিসাবে দেখে মানতে পারে নাই বলে এখন নিজে প্রোডাক্ট নিতে আসে।
আমি এসব করেছি আর আজীবন করি কারন আমার কাছে সৎ পথে উপার্জন করাটাই আসল।
বাবার ১০০ বিঘা জমি নেই কিন্তু আমার বাবার আমি আছি সন্তান হিসাবে আর আমার সন্তানের জন্য আমি আছি বাবা হয়ে।
এটাই বা কম কিসে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *